প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সাথে শেয়ার করত "কোড নেপোলিয়ন বলতে কি বোঝ" -এই প্রশ্নটি। প্রশ্নটি বিভিন্নভাবে হতে পারে। যেমন - (i) কোড নেপোলিয়ন বলতে কি বোঝ, (ii) কোড নেপোলিয়ন কি, (iii) কোড নেপোলিয়নের ধারাগুলি কি কি, (iv) কোড নেপোলিয়নের উদ্দেশ্য ও ত্রুটি লেখ, (v) কোড নেপোলিয়নের গুরুত্ব লেখ, (vi) টীকা - কোড নেপোলিয়ন। প্রশ্নে তোমাদের যে পার্টটি বলবে সেই মতো উত্তর লিখতে হবে। প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সকলে মন দিয়ে পড়ো।
কোড নেপোলিয়ন -
ফরাসি সম্রাট নেপোলিয়নের সর্বাপেক্ষা গৌরবময় একটি কীর্তি হল 'কোড নেপোলিয়ন' প্রবর্তন। নেপোলিয়ন যে কমিশন গঠন করেছিলেন তার উদ্যোগে ১৮০৪ খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য একটি নতুন আইনসমূহ বা আইনসংহিতা রচনা করা হয়েছিল। ১৮০৭ খ্রিস্টাব্দে নেপোলিয়ন তাঁর আইনসংহিতার নামকরণ করেন 'কোড নেপোলিয়ন' (Code Napoleon)। এপ্রসঙ্গে ঐতিহাসিক লেফেভর বলেছেন। "কোড নেপোলিয়ন সমাজের বাইবেল হয়ে উঠেছিল।"
➤ 'কোড নেপোলিয়ন' প্রণয়নের উদ্দেশ্য ঃ নেপোলিয়ন যে উদ্দেশ্যগুলিকে সামনে রেখে কোড নেপোলিয়ন প্রবর্তন করেছিলেন সেগুলি হল -
(i) তৎকালীন ফ্রান্সে প্রচলিত বিভিন্ন পরস্পরবিরোধী আইন গুলিকে বাতিল করে দেশের সর্বত্র একই ধরণের আইন প্রবর্তন করা।
(ii) পূর্বের বৈষম্যমূলক আইনগুলি বাতিল করে সামাজিক সাম্য স্থাপিত করা।
➤ আইনসংহিতার শ্রেণিবিভাগ ঃ নেপোলিয়নের কোড নেপোলিয়নে ২২৮৭ টি আইন ছিল (মতান্তরে ২২৮১ টি)। আইনগুলি ছিল তিন ভাগে বিভক্ত। যথা -
(i) দেওয়ানি আইন।
(ii) ফৌজদারি আইন।
(iii) বাণিজ্যিক আইন।
➤ কোড নেপোলিয়নের বৈশিষ্ট্য বা ধারা ঃ কোড নেপোলিয়নের বৈশিষ্ট্যগুলি নিন্মে আলোচনা করা হল -
(i) আইনের দৃষ্টিতে সকলে সমান, তাই দেশের সকল নাগরিকের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা হয়।
(ii) সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়।
(iii) সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপসাধন করা হয় এবং নতুন ভূমিবন্দোবস্ত আইন চালু করা হয়।
(iv) ব্যক্তিস্বাধীনতার স্বীকৃতি প্রদান করা হয়।
(v) ধর্মীয় সহনশীলতার নীতি গৃহীত হয়।
(vi) সম্পত্তির অধিকার স্বীকৃত হয়।
(vii) অপরাধের শাস্তি হিসাবে জরিমানা, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, মৃত্যুদণ্ড ইত্যাদির ব্যবস্থা করা হয়।
(viii) সন্তানের ভরণপোষণের দায়ভার একমাত্র পিতার।
(ix) সাধারণ অপরাধী এবং রাজনৈতিক অপরাধীদের স্বতন্ত্রীকরণ।
(x) কৃষক এবং মধ্যবিত্তরা বিপ্লবের সময় যে জমি পেয়েছিল তাঁর বৈধতা প্রদান হয়।
(xi) বিচারব্যবস্থার সংগঠন সাধন এবং জুরি প্রথার প্রচলন করা হয়।
➤ ত্রুটি ঃ বিভিন্ন ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা এবং সামাজিক কার্যাবলীর পরেও 'কোড নেপোলিয়ন' -এর কিছু ত্রুটি থেকেই গিয়েছিল। সেগুলি হল -
(i) নারীর সামাজিক মর্যাদা হ্রাস পায়।
(ii) স্ত্রীর ওপর স্বামীর কর্তৃত্ব স্থাপিত হয়।
(iii) শ্রমিক শ্রেণিকে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়।
(iv) পারিবারিক সম্পত্তির অধিকার থেকে নারীরা বঞ্চিত হয়।
➤ গুরুত্ব ঃ কিছু ত্রুটিবিচ্যুতি সত্ত্বেও 'কোড নেপোলিয়ন' -এর গুরুত্বকে অস্বীকার করা যায় না -
(i) সাম্য ঃ নেপোলিয়ন সামন্ততান্ত্রিক বৈষম্যের অবসান ঘটান এবং সরকারি চাকরিতে যোগ্যতাকে প্রাধান্য দিয়ে সাম্য প্রতিষ্ঠা করেন। এইভাবে কোড নেপোলিয়নে ফরাসি বিপ্লব প্রসূত সাম্যনীতি বিশেষ গুরুত্ব পায়।
(ii) স্বাধীনতা ঃ নেপোলিয়ন তাঁর আইনসংহিতায় ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি ক্রয়-বিক্রয় এবং ভোগদখলের স্বাধীনতা, বাক-স্বাধীনতা ইত্যাদি প্রদান করেন ফলে ফরাসি বিপ্লব প্রসূত গুরুত্বপূর্ণ ভাবধারা স্বাধীনতা স্বীকৃতি পায়।
(iii) আধুনিকতা ঃ কোড নেপোলিয়নের ধারা গুলি ছিল যুগের বিচারে অত্যন্ত প্রগতিশীল অর্থাৎ এগুলি যুগের সাথে তাল মিলিয়ে চলছিল। এই আইনগুলি পরবর্তী সময়ে বিভিন্ন দেশের আইন ব্যবস্থায় স্থান পায়।
(iv) বিপ্লব রক্ষিত ঃ এই আইন ব্যবস্থায় ফরাসি বিপ্লবের ভাবধারাগুলি স্থান পাওয়ায় বিপ্লব রক্ষিত হয়।
মূল্যায়ন ঃ নেপোলিয়ন তাঁর আইনসংহিতা প্রবর্তনের মাধ্যমে প্রগতিশীল ফ্রান্স গঠন করতে চেয়েছিলেন, তাই তিনি অত্যন্ত দক্ষতার সাথে ধারাগুলি সংযোজন করেছিলেন। ঐতিহাসিক ফিশার বলেছেন, নেপোলিয়নের আইনগুলি বিপ্লবের স্থায়ী বিজয়কে সুনিশ্চিত করেছিল। নেপোলিয়ন নিজেও তাঁর যুদ্ধ জয়ের চেয়ে এই আইনগুলিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন। যাই হোক 'কোড নেপোলিয়ন' প্রবর্তন করে নেপোলিয়ন ফ্রান্সের বিপ্লবপ্রসুত ভাবধারাগুলিকে স্বীকৃতি দিলেও এর কিছু ত্রুটি থেকেই গিয়েছিল।
আরও পড়ুন ঃ