সরকারি অপব্যয় ঃ ফরাসি রাজপরিবার অকাতরে অর্থ ব্যয় করে রাষ্ট্রের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল। ফরাসি সম্রাট চতুর্দশ লুই, পঞ্চদশ লুই এবং ষোড়শ লুই-এর আমলে সম্রাট সহ রাজপরিবারের অমিতব্যয়িতা এবং বিলাসিতা চরম পর্যায়ে পৌঁছায়। এর ফলে ফরাসি রাজকোষ শূন্য হয়ে যায়।
ব্যয়বহুল যুদ্ধ ঃ চতুর্দশ লুই এবং পঞ্চদশ লুই তাদের রাজত্বকালে অনেক ব্যয়বহুল যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন। এর ফলে বিপুল পরিমাণ অর্থব্যয় হয়েছিল। আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে ষোড়শ লুই প্রচুর অর্থ ব্যয় করেন এর ফলে সারা দেশ জুড়ে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়।
অধিকারভোগীদের আয় ঃ অর্ধেক ফরাসি কৃষিজমি ছিল ফ্রান্সের যাজক এবং অভিজাত সম্প্রদায়ের হাতে। যাজক এবং অভিজাত সম্প্রদায়ের মানুষেরা জমি থেকে প্রচুর অর্থ উপার্জন করত কিন্তু তারা সরকারকে টাইল বা ভূমিকর, ক্যাপিটেশন বা উৎপাদন কর এবং ভিটিংয়েমে বা আয়কর দিত না। এর ফলে সরকারের আয় কম হত এবং এইসব যাজক এবং অভিজাতরাই রাষ্ট্রের বিভিন্ন ধরণের সুযোগসুবিধা ভোগ করত।
তৃতীয় শ্রেণির ওপর করের বোঝা ঃ রাষ্ট্র, গির্জা ও জমিদাররা তৃতীয় শ্রেণির কাছ থেকে বিভিন্ন ধরণের কর আদায় করত। টাইলে, ক্যাপিটেশন, ভিটিংয়েমে ইত্যাদি প্রত্যক্ষ কর ছাড়াও তারা সরকারকে গ্যাবেলা বা লবণ কর, ভোগ্য পণ্যের ওপর কর, যাজকদের টাইদ বা ধর্মকর, এইডস বা মদ, তামাক প্রভৃতির ওপর কর, করভী বা প্রভুর জমিতে বেগার শ্রমদান, সামন্তপ্রভুদের পথঘাট ব্যবহার, শস্য ভাঙানো এবং জমি হস্তান্তরের জন্য কর, অন্যান্য অতিরিক্ত কর প্রভৃতি দিতে বাধ্য হত। এতরকম কর মিটিয়ে কৃষকদের হাতে উৎপন্ন ফসলের মাত্র ২০ শতাংশ অবশিষ্ট থাকত।
মধ্যবিত্তদের দুরাবস্থা ঃ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ মনে করেন যে, বিপ্লবের আগে ফ্রান্স ছিল "ভ্রান্ত অর্থনীতির জাদুঘর"। ত্রুটিপূর্ণ অর্থনীতির জন্য দেশে দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেলে দরিদ্র মানুষ সীমাহীন দুর্দশার মুখে পড়ে। খাদ্য ও অন্যান্য দ্রব্যের মূল্য গরিব মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। অন্যদিকে ধনী বুর্জোয়া, ব্যবসায়ী, শিল্পপতিরা স্বাধীন এবং অবাধ বাণিজ্যের জন্য শুল্ক এবং নিয়ন্ত্রণ লোপের দাবী জানায়।
মূল্যায়ন ঃ ঐতিহাসিক মার্সেল রাইনার বলেছেন যে, "ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক পটভূমি বাদ দিয়ে এই বিপ্লবের প্রকৃত কারণ বোঝা যায় না"। ঐতিহাসিক মর্স স্টিফেন্স বিপ্লবের জন্য অর্থনৈতিক কারণের ওপর বেশি গুরুত্ব দিয়ে বেলছেন যে, "এই বিপ্লবের প্রধান কারণ ছিল অর্থনৈতিক এবং রাজনৈতিক - দার্শনিক এবং সামাজিক নয়"।