নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন?

 নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন -

ফরাসি সম্রাট নেপোলিয়ন যে সব অভ্যন্তরীণ সংস্কার প্রবর্তন করেছিলেন সে সম্বন্ধে ঐতিহাসিক মহলে  বিতর্ক আছে। ফিলিপ গুয়েদালা-এর মতে, নেপোলিয়নের সাম্রাজ্য স্থাপন এবং সংস্কারকে বিপ্লবের প্রসার বলা যেতে পারে। আবার অন্যদিকে যেহেতু নেপোলিয়নের ক্ষমতা লাভ সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে ঘটেছিল সেহেতু তাঁর শাসনকাল প্রকৃতপক্ষে বিপ্লবকে ধ্বংসই করেছিল। নেপোলিয়নের ক্ষমতা লাভের পর ফ্রান্স আবার বিপ্লব পূর্ববর্তী অবস্থায় ফিরে গিয়েছিল। নেপোলিয়নের নিজের কথাতেও অসঙ্গতি ধরা পড়েছে। তিনি নিজেকে একবার "বিপ্লবের সন্তান" বলেছেন আবার আরেকবার নিজেকে "বিপ্লবের ধ্বংসকারী" বলেছেন। সুতরাং তাঁর নিজের উক্তির মধ্যেই অসংগতি রয়েছে।ঐতিহাসিক ফিসারের মন্তব্য অনুযায়ী, বিপ্লবের সময়কার সামাজিক আলোড়ন সমান অধিকার এবং সমান সুযোগের দাবী নেপোলিয়নের উত্থানকে সাহায্য করেছিল যা তার সংস্কারের মধ্যেই সমর্থিত হয়েছে। 


     প্রথমত, বিপ্লবের সময়কার ভূমি-সংক্রান্ত সমস্ত সংস্কারগুলিকে নেপোলিয়ন মেনে নিয়েছিলেন। পাশাপাশি সাম্য নীতির কিছু কিছু বৈশিষ্ট্য মেনে নিয়েছিলেন। রাজতন্ত্রীদের অভিজ্ঞতা এবং অভিজাত শ্রেণির পুনরায় ক্ষমতা ফিরে আসার পথকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। সরকারি ক্ষেত্রে উচ্চপদে নিয়োগের জন্য যোগ্যতা বা মেধাকে গুরুত্ব দিয়েছিলেন।

     দ্বিতীয়ত, নেপোলিয়ন তাঁর Code Napolion বা আইন সংস্কারের মাধ্যমে রোমান আইন এবং প্রথাগত আইনের মধ্যে যোগসূত্র স্থাপন করেছিলেন। তিনি পিতার সম্পত্তির ওপর সকল সন্তান-সন্ততিদের সমান অধিকারের ব্যবস্থা করেছিলেন।

     তৃতীয়ত, ফ্রান্সে শিল্প বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেপোলিয়ন যথেষ্ট চেষ্টা করেছিলেন। তিনি কর ব্যবস্থাকে সাম্যের ওপর স্থাপন করেছিলেন এবং সমস্ত শোষণমূলক করের অবসান ঘটিয়েছিলেন। প্রশাসনিক বিভাগে অপ্রয়োজনীয় ব্যয়ের বিলোপ সাধন করেন।

     চতুর্থত, বিপ্লবের আদর্শ মেনে তিনি আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার এবং বিচার ব্যবস্থার সংস্কার করেছিলেন। সারা দেশ জুড়ে নেপোলিয়ন একটি সুশৃঙ্খল আইন ব্যবস্থা প্রণয়ন করেছিলেন। এইভাবে তিনি বিপ্লবের সুফল গুলিকে সাধারণের কাছে পৌঁছে দিয়েছিলেন, সুতরাং এইদিক থেকে তাকে বিপ্লবের সন্তান বলা যেতে পারে।


কিন্তু বাস্তবে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট কি সত্যিই বিপ্লবের সন্তান ছিলেন? - এ বিষয়ে বিভিন্ন ঐতিহাসিক যেমন - জর্জ, রুদে, লেফেভর, মাথিয়ে প্রমুখ নানা প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন - 

     প্রথমত, নেপোলিয়ন বোনাপার্ট বিপ্লবের অন্যতম আদর্শ 'স্বাধীনতা'কে স্বীকার করেননি। নেপোলিয়নের মতে, ফ্রান্সের জনসাধারণ চায় সাম্য, তারা স্বাধীনতা চায় না। অতএব বলা যায় যে, নেপোলিয়ন বিপ্লবের অন্যতম আদর্শ 'স্বাধীনতা'কে অস্বীকার করেছেন।

     দ্বিতীয়ত, নেপোলিয়নের সাম্রাজ্য দাঁড়িয়ে ছিল ফ্রান্সের প্রজাতান্ত্রিক সরকার এবং সার্বিক ভোটাধিকারের বিষয়গুলির ধ্বংসস্তূপের ওপর। আইনসভাকে তিনি তার স্বৈরতন্ত্রের অন্যতম সমর্থক হিসাবে ব্যবহার করেছেন। তিনি নিজেকে ফ্রান্সের সম্রাট হিসাবে ঘোষণা করেছেন।

     তৃতীয়ত, নেপোলিয়ন দাবী করেছিলেন যে, তিনি বিপ্লবের অন্যতম নীতি 'সাম্য' কে মেনে নিয়েছেন। তাঁর এই দাবীও ঠিক নয়। কারণ নেপোলিয়নের ভূমি সংস্কার আইন বিপ্লবের অন্যতম শরিক ভুমিহারাদের জমির অধিকার প্রদান করেনি। নেপোলিয়নের ভূমি সংস্কার আইন সমাজের উচ্চশ্রেণির লোকদেরই উপকৃত করেছিল। এইজন্যই গ্রামের বড় বড় জমির মালিক বা জোতদাররা তার ভূমি সংস্কারের প্রতি সমর্থন করেছিলেন। নেপোলিয়ন জ্যাকোবিনদের সংস্কার নীতিকে অগ্রাহ্য করেন, যেমন সার্বিক ভোটাধিকার, প্রজাতন্ত্র এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ ইত্যাদি। সর্বোপরি তিনি বৈদেশিক নীতির ক্ষেত্রে অবিরাম যুদ্ধ নীতি গ্রহণ করলে তার রাষ্ট্র প্রকৃতপক্ষে একটি 'পুলিশি' রাষ্ট্রে পরিণত হয়েছিল। 


     যাই হোক নেপোলিয়ন কিছু কিছু ক্ষেত্রে বিপ্লবের আদর্শকে মেনে নিজেকে 'বিপ্লবের সন্তান' হিসাবে প্রমাণ করেছেন আবার কিছু কিছু কাজের মাধ্যমে তিনি বিপ্লবকে ধ্বংস করেছিলেন। তাই কোন কোন ঐতিহাসিক তাকে 'বিপ্লবের ধ্বংসকারী' বলে আখ্যায়িত করছেন। তবে বিপ্লবের আদর্শের প্রতি আনুগত্য দেখিয়ে নেপোলিয়ন সত্যিই 'বিপ্লবের সন্তান' এ পরিণত হয়েছিলেন। 

আরও পড়ুন ঃ


Post a Comment

Previous Post Next Post