নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব "
ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস"। অর্থাৎ ভারতের সংবিধানের বিভিন্ন বিষয়গুলি কোন কো দেশ থেকে গৃহীত হয়েছে সেই বিষয়টা। এই পার্ট থেকে প্রায়শই নানা চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন পুলিশ, রেল, গ্রুপ ডি ইত্যাদি। সুতরাং, নিন্মে দেওয়া তালিকা থেকে আপনারা উৎস গুলি দেখে নিতে পারেন।
উৎস |
সংবিধানে গৃহীত বিষয়সমূহ |
ভারত শাসন আইন, ১৯৩৫ |
➤যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ➤যুক্তরাষ্ট্রীয় বিচারব্যবস্থার ক্ষমতা, ➤রাজ্যপাল |
গ্রেট ব্রিটেন |
➤সংসদীয় শাসন ব্যবস্থা, ➤আইনের শাসন এবং আইন প্রণয়ন পদ্ধতি, ➤একক নাগরিকত্বের ধারণা, ➤দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ, ➤লোকসভার নিকট মন্ত্রীসভার দায়বদ্ধতা, ➤লোকসভার স্পিকার, ➤প্রধানমন্ত্রী, ➤রাষ্ট্রপতি, ➤ শক্তিশালী নিন্মকক্ষ, ➤পাবলিক অ্যাকাউন্টস্ কমিটি |
মার্কিন যুক্তরাষ্ট্র |
➤প্রস্তাবনা, ➤মৌলিক অধিকার, ➤বিচারব্যবস্থার স্বাধীনতা এবং বিচারবিভাগীয় পুনর্বিবেচনা, ➤সুপ্রিমকোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, ➤রাজ্যসভার চেয়ারম্যান রুপে উপরাষ্ট্রপতি, ➤অঙ্গরাজ্যের শাসনব্যবস্থা |
সোভিয়েত রাশিয়া |
➤মৌলিক কর্তব্য, ➤ন্যায়বিচার |
আয়ারল্যান্ড |
➤রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, ➤রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, ➤রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি |
অস্ট্রেলিয়া |
➤যুগ্ম তালিকা, ➤প্রস্তাবনার ভাষা, ➤ব্যবসাবাণিজ্য সংক্রান্ত নিয়ম বা বিধি, ➤যৌথ অধিবেশন |
কানাডা |
➤যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি, ➤কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতাবণ্টন এবং কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা অর্পণ |
দক্ষিণ আফ্রিকা |
➤সংবিধান সংশোধন পদ্ধতি |
জার্মানি |
➤জরুরি অবস্থা এবং জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ সংক্রান্ত নিয়ম |
সুইডেন |
➤লোকপাল সম্পর্কিত ধারণা |
জাপান |
➤সুপ্রিম কোর্টের কার্যপরিচালনার নিয়মাবলী |