হরপ্পা সভ্যতার পতনের কারণ কি

প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব "হরপ্পা সভ্যতার পতনের কারণ কি" -এই প্রশ্নটি। প্রশ্নটি বিভিন্ন ভাবে হতে পারে। যেমন - "সিন্ধু সভ্যতার পতনের কারণ কি", "সিন্ধু সভ্যতার পতনের জন্য বিভিন্ন ঐতিহাসিকের মতামত আলোচনা করো", "সিন্ধু সভ্যতার পতনের জন্য প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো"। এই সমস্ত প্রশ্নগুলির উত্তরই নিন্মে আলোচনা করা হল -

হরপ্পা সভ্যতার পতনের কারণ - 


     সিন্ধু ও তার উপনদীগুলিকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ধু বা হরপ্পা সভ্যতা ছিল পৃথিবীর প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতা ছিল অনেকটা আধুনিক যুগের মত। এখানকার উন্নত নগর পরিকল্পনা, রাস্তাঘাট, ঘরবাড়ি ইত্যাদি এই সভ্যতাকে পৃথিবীর ইতিহাসে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। কিন্তু কালের নিয়মে এই সভ্যতারও পতন ঘটেছে। যার কারণ হিসাবে আমরা বিভিন্ন ঐতিহাসিকের মতামত এবং কিছু ঐতিহাসিকভাবে পরীক্ষিত কারণ দেখতে পাই। নিন্মে এইগুলিকে আলোচনা করা হল -

ঐতিহাসিকের মতামত -


হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পতন ও ধ্বংসের কারণ হিসাবে বিভিন্ন ঐতিহাসিকের মধ্যে মতপার্থক্য দেখা যায়। ঐতিহাসিক মার্টিমার হুইলার, গর্ডন চাইল্ড-এর মতে, হরপ্পা সভ্যতার পতনের জন্য আর্য আক্রমণ একটি অন্যতম কারণ। তাছাড়া অধিকাংশ ঐতিহাসিক এই সভ্যতার পতনের জন্য প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করেছেন। ডেলস্ এম, এস ভৎসা-এর মতে নদীর গতিপথ পরিবর্তন, অরেল স্টেইন-এর মতে অনাবৃষ্টি, ম্যাকে, এস আর রাও, রাইকস প্রমুখের মতে বন্যা, ডি পি অগ্রবাল এবং সুদ-এর মতে ঘাগগর নদীর শুকিয়ে যাওয়া প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ এই সভ্যতার পতনকে ত্বরান্বিত করেছিল। তবে ঐতিহাসিক রাইকস ও ডেলস্ ভূমিকম্পকে এই সভ্যতার পতন বলে ক্রমাগত দাবী করেছেন। 

ঐতিহাসিকভাবে পরীক্ষিত কারণসমূহ -


     (ক) প্রাকৃতিক কারণ ঃ 

          (i) ভূমিকম্প ঃ খননকার্যের ফলে আবিষ্কৃত হরপ্পা সভ্যতার নয়টি স্তর থেকে অনুমান করা যায় যে,বারবার ভূমিকম্পের ফলে বিধ্বস্ত এই এলাকাটিতে ধ্বংসের পর মানুষ পুনরায় শহর গড়ে তুলেছিল।

          (ii) মরুভূমির সম্প্রসারণ ঃ অনেকের মতে, এই অঞ্চল দীর্ঘদিন অনাবৃষ্টির কবলে ছিল, ফলে মাটির লবণতা বৃদ্ধি পায় এবং উর্বরতা হারিয়ে সিন্ধু অঞ্চল ক্রমশ মরুভূমিতে পরিণত হয়।
          (iii) বন্যা ঃ উন্নত জলনিকাশি ব্যবস্থা গড়ে তোলায় সিন্ধু-সহ অন্যান্য নদীগুলিতে নালার জল এসে জমা হত যার ফলে নিয়মিত বন্যা বা জলোচ্ছ্বাসও এই সভ্যতার পতনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ।

          (iv) আবহাওয়া ও নদীর গতিপথের পরিবর্তন ঃ নগরায়নের ফলে প্রাকৃতিক আবহাওয়া এবং সিন্ধু নদীর গতিপথের পরিবর্তনকে অনেক ক্ষেত্রে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভাতার কারণ হিসাবে দায়ী করা হয়।

     (খ) রাজনৈতিক শিথিলতা ঃ 

          (i) পৌর নিয়ন্ত্রনে শৈথিল্য ছিল এই সভ্যতার পতনের অন্যতম কারণ। পরবর্তী সময়ে মূলত সিন্ধু সভ্যতার শাসকশ্রেণির অদক্ষ পরিচালনা, পৌরব্যবস্থার দুর্বলতা, সামাজিক ঐক্যহীনতা এবং প্রজাদের শাসকশ্রেণীর প্রতি আনুগত্যের অভাব এই সভ্যতার ভীতকে দুর্বল করে দিয়েছিল, যা পরোক্ষভাবে বহিঃশত্রুর আক্রমণকে আরও কার্যকর করে তুলেছিল। 

          (ii) সিন্ধু সভ্যতার রক্ষণশীল সমাজ অন্য সভ্যতার আধুনিকতাকে গ্রহণ করেনি। উদাহরণ স্বরূপ বলা যায়, ব্যাবিলনের উন্নত মানের সেচপদ্ধতি সিন্ধু সভ্যতার মানুষেরা গ্রহণ করেননি।
     (গ) বহিঃশত্রুর আক্রমণ ঃ 

          সিন্ধুর অন্তর্গত ঝুকারে প্রাপ্ত সিলের ওপর এক ধরণের কুঠারের দাগ থেকে মনে করা হয় আক্রমণকারীরা উত্তর-পশ্চিম ইরান থেকে ভারতে এসেছিল। ঋগবেদে হরপ্পার অনার্যদের সাথে আর্যদের 'হারিয়ুপিয়া' যুদ্ধের উল্লেখ পাওয়া যায়। 

সবশেষে বলা যায় যে, সিন্ধু সভ্যতার পতনের জন্য ঐতিহাসিকদের দেওয়া মতামত গুলির কোন একটিকে সঠিকভাবে ধরা যায় না। তবে একথা বলা যেতেই পারে যে, সময়ের সাথে সাথে যেমন সিন্ধু সভ্যতার উত্থান ঘটেছিল ঠিক তেমনই সময়ের সাথে তা আবার ধ্বংস হয়েছে।

আরও পড়ুন ঃ


Post a Comment

Previous Post Next Post