চিল্কা হ্রদ꘡Chilika lake

নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব " চিল্কা (Chilika)" সম্পর্কে । এই পার্ট থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেছে। যেমন - 'এশিয়ার বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি  ?', 'চিল্কা কবে রামসার সাইটের মর্যাদা পেয়েছে ?' ইত্যাদি। 


চিল্কা (Chilika)

➤ চিল্কা হল এশিয়া মহাদেশের বৃহত্তম লবণাক্ত জলের লেগুন বা হ্রদ। 

➤ এটির ক্ষেত্রফল - ১১০০ বর্গ কিলোমিটার। 

➤চিল্কা হ্রদ ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত।

➤ চিল্কার পূর্বে আছে পুরী, উত্তরে আছে খুরদা এবং দক্ষিণে রয়েছে গঞ্জাম জেলা। 

➤ চিল্কা হ্রদে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখিদের সমাবেশ ঘটে । পাখি ছাড়াও চিল্কায় রয়েছে নানা ধরনের মাছ, কাকড়া, চিংড়ি ও সরীসৃপের বাসস্থান।

➤ চিল্কা হল বিলুপ্তপ্রায় ইরাবতী ডলফিন -এর বাসস্থান। 

➤ চিল্কার কিছু ছোট ছোট দ্বীপ হল পারিকুদ, মালুড, নলবন ,কালিজাই ইত্যাদি। 

➤ চিল্কার জীববৈচিত্র্য এবং আর্থসামাজিক গুরুত্ব থাকার কারণে ১৯৮১ খ্রিস্টাব্দে এটি রামসার সাইট -এর মর্যাদা লাভ করেছে। 

Post a Comment

Previous Post Next Post