বিভিন্ন সরকারি নথির নাম

নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব "বিভিন্ন সরকারি নথির নাম"। যেমন - গ্রিন বুক, গ্রে বুক, ইয়োলো বুক ইত্যাদি। এগুলি কোন দেশের সরকারি নথি সেগুলো আজ আমরা দেখব। 


নং সরকারি নথি দেশ
ব্লু বুক গ্রেট ব্রিটেন সরকারের যে-কোন সরকারি নথি, প্রতিবেদন বা দলিল।
অরেঞ্জ বুক নেদারল্যান্ডস
গ্রিন বুক ইতালি এবং ইরান
গ্রে বুক জাপান ও বেলজিয়াম
হোয়াইট বুক চীন, পর্তুগাল এবং জার্মানি
ইয়োলো বুক ফ্রান্স
জয়েন্ট পেপার (যৌথ পেপার) দুই বা ততোধিক সরকারের যৌথ প্রতিবেদন বা প্রকাশন
হোয়াইট পেপার (শ্বেতপত্র) বিভিন্ন দেশের কোন বিশেষ বিষয়ের ওপর সেই সব দেশের সরকারের নিজস্ব বিশেষ দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত সম্পর্কিত ঘোষণাসহ ছোট পুস্তিকা বা প্যামফ্লেট

Post a Comment

Previous Post Next Post