নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব "বিভিন্ন সরকারি নথির নাম"। যেমন - গ্রিন বুক, গ্রে বুক, ইয়োলো বুক ইত্যাদি। এগুলি কোন দেশের সরকারি নথি সেগুলো আজ আমরা দেখব।
নং | সরকারি নথি | দেশ |
---|---|---|
১ | ব্লু বুক | গ্রেট ব্রিটেন সরকারের যে-কোন সরকারি নথি, প্রতিবেদন বা দলিল। |
২ | অরেঞ্জ বুক | নেদারল্যান্ডস |
৩ | গ্রিন বুক | ইতালি এবং ইরান |
৪ | গ্রে বুক | জাপান ও বেলজিয়াম |
৫ | হোয়াইট বুক | চীন, পর্তুগাল এবং জার্মানি |
৬ | ইয়োলো বুক | ফ্রান্স |
৭ | জয়েন্ট পেপার (যৌথ পেপার) | দুই বা ততোধিক সরকারের যৌথ প্রতিবেদন বা প্রকাশন |
৮ | হোয়াইট পেপার (শ্বেতপত্র) | বিভিন্ন দেশের কোন বিশেষ বিষয়ের ওপর সেই সব দেশের সরকারের নিজস্ব বিশেষ দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত সম্পর্কিত ঘোষণাসহ ছোট পুস্তিকা বা প্যামফ্লেট |