ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সমাজতন্ত্র কথাটির অর্থ লেখ

ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সমাজতন্ত্র কথাটির অর্থ -

স্বাধীন ভারতের সংবিধান প্রণেতারা মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, আয়ারল্যান্ড, ব্রিটিশ যুক্তরাজ্য ইত্যাদি দেশের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে একটি প্রস্তাবনা যুক্ত করেছেন। সংবিধানের প্রস্তাবনা হল সংবিধানের ভূমিকা। ভারতের সংবিধান চালু হওয়ার সময় প্রস্তাবনায় 'সমাজতন্ত্র' কথাটির উল্লেখ ছিল না। ১৯৭৬ সালে ৪২ তম সংবিধান সংশোধনের সময় প্রস্তাবনায় 'সমাজতন্ত্র' কথাটি যুক্ত করা হয়েছে।


     'সমাজতন্ত্র' কথাটির অর্থ হল ভারত নিজেকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে। তবে সমাজতন্ত্র কথাটি ভারতের ক্ষেত্রে কখনোই মার্কসীয় সমাজতন্ত্রের ধারনাটীকে ব্যক্ত করে না। ভারতের সমাজতন্ত্রের অর্থ হল গণতান্ত্রিক সমাজবাদ। কারণ ভারত কখনোই মার্কসীয় সমাজতন্ত্রের মতো হিংসার মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় না, ভারত চায় গণতান্ত্রিক শান্তিপূর্ণ উপায়ে, সাংবিধানিক পদ্ধতিতে সমাজতন্ত্রের স্থাপনা। যেখানে সম্পত্তির অধিকার থাকবে এবং গড়ে উঠবে মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি কথাটির অর্থ হল যেখানে সরকারি এবং বেসরকারি উভয় উদ্যোগ পাশাপাশি বিরাজ করে।


     ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত 'সমাজতন্ত্র' কথাটির আদর্শকে বাস্তবে রুপায়নের জন্য সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নানারকম সংস্কারমূলক আইন চালু করা হয়েছে। তবে সমালোচকদের মতে ভারতের সমাজতন্ত্রকে সাংবিধানিক না বলে বুর্জোয়া চরিত্র সম্পন্ন বলে অভিহিত করেছেন।  

আরও পড়ুন ঃ


Post a Comment

Previous Post Next Post