শোষণের বিরুদ্ধে অধিকার বলতে কী বোঝ

শোষণের বিরুদ্ধে অধিকার - 

     ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারত একটি "গণতান্ত্রিক রাষ্ট্র" হিসাবে পরিচিত। যেকোন গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হল একটি শোষণমুক্ত সমাজ গঠন করা। একারনেই ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ন্যায়বিচারের স্বার্থে শোষণের বিরুদ্ধে অধিকারটিকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে। সমস্ত রকমের সামাজিক এবং অর্থনৈতিক শোষণের অবসান ঘটিয়ে ভারতীয় সংবিধানের  ২৩ এবং ২৪ নম্বর ধারায় 'শোষণের বিরুদ্ধে অধিকার'-টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

     ২৩ নং ধারা ঃ ভারতীয় সংবিধানের ২৩ নম্বর ধারায় বলা হয়েছে যে, বলপ্রয়োগ দ্বারা কাউকে বেগার খাটানো, নারী ও শিশুদের দ্বারা নীতিবহির্ভূত কাজ করানো যাবে না। ইহা দন্ডনীয় অপরাধ হিসেবে গণ্য। 

     ২৪ নং ধারা ঃ ২৪ নম্বর ধারায় বলা হয়েছে যে, ১৪ বছরের কম বয়স্ক শিশুদের কারখানা, খনি ইত্যাদি বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না। 

     শোষনের বিরুদ্ধে ২৪ নং ধারার এই অধিকারটিকে কার্যকরী করতে ভারতীয় সংসদ ইতিমধ্যে দুটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করেছে। 

          (i) Factories Act. -1948 এবং

          (ii) The Mines Act.-1952

উল্লেখ্য যে, উপরের এই ধারা দুটি কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। তবে রাষ্ট্র জনস্বার্থে দেশের নাগরিকদের বাধ্যতামূলক ভাবে পরিশ্রম করিয়ে নিতে পারে।

Post a Comment

Previous Post Next Post