ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারগুলি আলোচনা করো

 ভারতীয় সংবিধানের ১৪ থেকে ১৮ নং ধারা -


     আমাদের দেশ ভারতবর্ষের সংবিধানে ১৪ থেকে ১৮ নং ধারায় সাম্যের অধিকারগুলি আলোচনা করা হয়েছে। ১৪ থেকে ১৮ নং ধারায় ভারতীয়দের কিছু অধিকার দেওয়া হয়েছে, যেগুলি নিন্মে আলোচনা করা হল -

১৪ নং ধারা ঃ ভারতীয় সংবিধানে ১৪ নং ধারায় আইনের দৃষ্টিতে সাম্য (Equality before law) এবং আইনের সমান সংরক্ষণ  (Equal Protection of law) -এর কথা বলা হয়েছে। আইনের দৃষ্টিতে সাম্যের ধারণাটি নেওয়া হয়েছে ব্রিটিশ যুক্তরাজ্যের সংবিধান থেকে এবং আইনের সমান সংরক্ষণের ধারণাটি নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। সংবিধানের ১৪ নং ধারায় বলা হয়েছে যে -

           ১. আইনের চোখে সবাই সমান। কেউই আইনের ঊর্ধ্বে নয়। 

           ২. আইন ভঙ্গ করলে সকলেই সমান শাস্তি ভোগ করবে। 

          ৩. সকল নাগরিকের জন্য রাষ্ট্র একই সুরক্ষার ব্যবস্থা করবে। 

১৫ নং ধারা ঃ ভারতীয় সংবিধানের ১৫ নং ধারায় যেকোন বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে,

           ১. জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ, ছোট-বড়ো, ধনী-দরিদ্র ইত্যাদি নির্বিশেষে রাষ্ট্র কোন নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। 

           ২. সরকারি  রাস্তাঘাট, দোকান, হোটেল, স্নানাগার, জলাশয় ইত্যাদি ব্যবহারের জন্য কোনো নাগরিকের উপর কোন রকম বাধানিষেধ আরোপ করা যাবে না। 

১৬ নং ধারা ঃ ভারতীয় সংবিধানের ১৬ নং ধারায় বলা হয়েছে যে, সরকারি চাকরিতে সকলের সমান অধিকার থাকবে। এই ধারায় বলা হয়েছে যে জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে কোন নাগরিকের প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না। 

১৭ নং ধারা ঃ ভারতীয় সংবিধানের ১৭ নং ধারায় বলা হয়েছে যে, সকলের জন্য সমমর্যাদা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে অস্পৃশ্যতার নীতিকে সমর্থন করে এমন যে কোন আচরণ নিষিদ্ধ এবং তা দন্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে। 

১৮ নং ধারা ঃ কৃত্রিম ও সামাজিক ভেদাভেদ সৃষ্টি করে এমন খেতাব প্রদানের ব্যবস্থার বিলুপ্তির উদ্দেশ্যে ভারতীয় সংবিধানের ১৮ নং ধারায় বলা হয়েছে যে, 

         ১. ভারতীয় নাগরিকরা কোনরকম বিদেশি খেতাব গ্রহণ করতে পারবে না। 

         ২. সামরিক বা বিদ্যাবিষয়ক  নয় এমন উপাধি প্রদানে রাষ্ট্রের উপর নিষেধ আরোপ।

         ৩. রাষ্ট্রপতির অনুমতি ব্যতিরেকে অন্য রাষ্ট্র প্রদত্ত খেতাব গ্রহণে ভারত সরকারের অধীনে নিযুক্ত বিদেশিদের উপর নিষেধ আরোপ করা।

Post a Comment

Previous Post Next Post