শিল্ড অঞ্চল কাকে বলে

প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব "শিল্ড অঞ্চল কাকে বলে" -এই প্রশ্নটি। এই প্রশ্নটিতে থাকে শিল্ড অঞ্চলের সংজ্ঞা, পৃথিবীতে মোট কয়টি শিল্ড অঞ্চল আছে, সবচেয়ে বড় শিল্ড অঞ্চলের নাম কি, এশিয়া মহাদেশের শিল্ড অঞ্চলের নাম কি বা সাইবেরিয়ান শিল্ড কোথায় অবস্থিত ইত্যাদি।


উত্তর -

শিল্ড অঞ্চল ঃ সাধারণ অর্থে 'শিল্ড' কথার অর্থ বর্ম বা ঢাল। ভূ-আলোড়নের ফলে সৃষ্ট যে সমস্ত মালভূমি অঞ্চল আগ্নেয় ও রূপান্তরিত শিলা (গ্রানাইট, নিস) -য় গঠিত এবং যাদের বয়স ১০০ কোটি বছরেরও বেশি সেই সব অঞ্চলকে শিল্ড অঞ্চল বলা হয়। 

     উদাহরণ ঃ পৃথিবীতে মোট ১১ টি শিল্ড অঞ্চল আছে। যাদের মধ্যে সবচেয়ে বৃহত্তম হল কানাডিয়ান শিল্ড অঞ্চল। এশিয়া মহাদেশে অবস্থিত শিল্ড অঞ্চলটির নাম সাইবেরিয়ান শিল্ড অঞ্চল।

Post a Comment

Previous Post Next Post