সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো

প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব -

স্বাধীন ভারতের সংবিধান রচয়িতারা মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জাপান, ব্রিটিশ যুক্তরাজ্য ইত্যাদি নানা দেশের সংবিধান অনুকরণ করে ভারতের সংবিধানে একটি প্রস্তাবনা যুক্ত করেছেন। ভারতীয় সংবিধানের ভূমিকাটিই হল সংবিধানের প্রস্তাবনা। আইনগত দিক থেকে প্রস্তাবনার কোন মূল্য না থাকলেও এর গুরুত্ব বা তাৎপর্যকে কখনোই অস্বীকার করা যায় না। নিন্মে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য তুলে ধরা হল -



     (i) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা থেকেই জানা যায় ভারত সম্পর্কে সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য ও মনোভাব কেমন ছিল।

     (ii) সংবিধানের কার্যকরী কোন শব্দ বা বাক্যের অর্থ স্পষ্ট না থাকলে প্রস্তাবনার সাহায্যেই সেই শব্দ বা বাক্যের অর্থ পরিষ্কার করে নেওয়া হয়।

    (iii) সংবিধানের প্রস্তাবনা থেকেই তৎকালীন ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চিন্তার নিদর্শন পাওয়া যায়।

     (iv) প্রস্তাবনা থেকেই সংবিধান গৃহীত ও কার্যকরী হবার দিনক্ষণ জানা যায়।


এই সব দিক থেকে বিচার করে প্রস্তবনার গুরুত্বকে কখনোই অস্বীকার করা যায় না। প্রস্তাবনার মাধ্যমেই সংবিধানের মর্মবস্তু খুব সুন্দরভাবে আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। ভারতের সংবিধানকে যদি একটি মুকুটের সাথে তুলনা করা হয় তাহলে প্রস্তাবনা হল শোভাবর্ধনকারী একটি রথবিশেষ।

আরও পড়ুন ঃ


Post a Comment

Previous Post Next Post