রাষ্ট্রের সংজ্ঞা দাও

রাষ্ট্রের সংজ্ঞা -

রাষ্ট্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে হলে আমাদের রাষ্ট্রের উদ্দেশ্য এবং সংজ্ঞা ব্যাখ্যা করতে হয়। রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্যই মানুষ 'রাষ্ট্র' নামক প্রতিষ্ঠানের সৃষ্টি করেছে। সমাজ বিকাশের ধারাবাহিকতা এবং শৃঙ্খলাবদ্ধ সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্যই রাষ্ট্রের জন্ম হয়েছে। কিন্তু রাষ্ট্রের সংজ্ঞা ঠিক কি হওয়া উচিত সেসম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। প্রাচীন গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল থেকে শুরু করে বর্তমানকালের রাষ্ট্রবিজ্ঞানীগণ 'রাষ্ট্র'-এর সংজ্ঞা যেসব নানা মত অভিব্যক্ত করেছেন তা নিন্মে তুলে ধরা হল -


অ্যারিস্টটলের মত ঃ প্রাচীন গ্রিক মনিষী অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হল স্বয়ংসম্পূর্ণতাকামী কয়েকটি গ্রাম বা পরিবারের সমষ্টি।

হলের মত ঃ আন্তর্জাতিক আইনের বিশিষ্ট অধ্যাপক হলের মতে, রাষ্ট্র হল রাষ্ট্রনৈতিক উদ্দেশ্যসাধনের জন্য নির্দিষ্টভূখণ্ডে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ও বহিঃশাসনমুক্ত একটি জনসমাজ।

উড্রো উইলসনের মত ঃ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন -এর মতে রাষ্ট্র হল আইনের উদ্দেশ্যে নির্দিষ্ট ভূখণ্ডে সংগঠিত একটি জনসমষ্টি।


ব্লুন্টশলির মত ঃ রাষ্ট্রের সংজ্ঞা প্রসঙ্গে ব্লুন্টশলি বলেছেন, কোন নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিক ভাবে সংগঠিত জনসমাজই হল রাষ্ট্র।

হ্যারল্ড ল্যাস্কির মত ঃ বিখ্যাত ইংরেজ রাষ্ট্রবিজ্ঞানী ল্যাস্কি বলেছেন, রাষ্ট্র হল শাসক ও শাসিতের মধ্যে বিভক্ত এক ভৌগলিক সমাজ  যেখানে শাসক তার নির্দিষ্ট সীমারেখার মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর চূড়ান্ত কর্তৃত্বের দাবি করে।

রাফায়েলের মত ঃ আধুনিক লেখক রাফায়েল বলেছেন, রাষ্ট্র হল প্রধানত শৃঙ্খলা ও নিরাপত্তার উদ্দেশ্যে গঠিত একটি প্রতিষ্ঠান যা শক্তিদ্বারা বলবৎযোগ্য আইনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের সার্বজনীন এক্তিয়ার ভোগ করে এবং যার সার্বভৌমত্ব সর্বজনস্বীকৃত।


আদর্শবাদীদের মত ঃ আদর্শবাদীরা মনে করেন রাষ্ট্র হল একটি আত্মপোলব্ধিকারী আত্মসচেতন নৈতিকবস্তু।

মার্কসীয় মত ঃ রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রের কর্মধারার তাৎপর্য সম্পূর্ণ নতুন ধারায় ব্যাখ্যায়িত হয়েছে মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে। মার্কসবাদ ও লেনিনবাদের মতে রাষ্ট্র সব সময় সমাজের শ্রেণি বিভাজনের সাথে যুক্ত, শ্রেণিভিত্তিক সমাজে রাষ্ট্র হল রাষ্ট্রনৈতিক ক্ষমতার যন্ত্র। কার্ল মার্কসের মতে, রাষ্ট্র হল শ্রেণিগত শাসনের যন্ত্র। তাঁর মতে রাষ্ট্র হল এক শ্রেণির দ্বারা অন্য এক শ্রেণির ওপর অত্যাচার চালানো, শাসন ও শোষণ চালানো তথা আধিপত্য প্রতিষ্ঠার এক যন্ত্র।


ম্যাক্স ওয়েবারের মত ঃ রাষ্ট্রের সংজ্ঞা সম্পর্কে ম্যাক্স ওয়েবার বলেছেন, রাষ্ট্র হল একটি নির্দিষ্ট ভূখণ্ডে গঠিত জনসমাজ যা বল প্রয়োগ করে একচেটিয়া ক্ষমতা ভোগ করে।

লেনিনের মত ঃ রাষ্ট্রের সংজ্ঞা প্রসঙ্গে বলতে গিয়ে লেনিন বলেছেন, রাষ্ট্র হল সমাজের থেকে বিচ্ছিন্ন এমন একটি যন্ত্র যা পুরোপুরিভাবে বা প্রায় পুরোপুরিভাবে বা প্রধানত শাসনকার্যে নিযুক্ত লোকেদের নিয়ে গঠিত। অর্থাৎ এককথায় বলতে গেলে, রাষ্ট্র হল একটি শ্রেণির ওপর অন্য একটি শ্রেণির আধিপত্য বজায় রাখার যন্ত্র।


গ্রামসির মত ঃ মার্কসীয় দৃষ্টিভঙ্গিকে একটি অভিনব অর্থে ব্যাখ্যা করে আন্তোনিও গ্রামসি রাষ্ট্রের যে সংজ্ঞা উল্লেখ করেছেন তা হল, রাষ্ট্র শুধুমাত্র প্রভুত্ব বা পশুশক্তি নয়, রাষ্ট্র = আধিপত্য + প্রভুত্ব। অর্থাৎ, পুরসমাজ + রাজনৈতিক সমাজ ; অর্থাৎ, সম্মতি ও পাশবশক্তির এক জটিল সমাহার।

গার্নারের মত ঃ বর্তমান যুগের অধ্যাপক গার্নার প্রদত্ত সংজ্ঞাটিই বর্তমানে সর্বজন স্বীকৃত ও খ্যাতি লাভ করেছে। তাঁর মতে রাষ্ট্র হল অল্প বা বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণমুক্ত এবং যার একটি সুসংগঠিত শাসনব্যবস্থা আছে, যার প্রতি দেশের অধিবাসীদের অধিকাংশ স্বভাবজাত আনুগত্য প্রদর্শন করে।

আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post