জাতিসংঘের লিগ পরিষদের পরিচয় দাও

জাতিসংঘের লিগ পরিষদ -

১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল জাতিসংঘের প্রতিষ্ঠা হয়। যার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা স্থাপন করা। জাতিসংঘ পরিচালনার জন্য কয়েকটি দপ্তর প্রতিষ্ঠা করা হয়েছিল। এই দপ্তরগুলির মাধ্যমেই জাতিসংঘ তার উদ্দেশ্যগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করত। জাতিসংঘের এই দপ্তরগুলির মধ্যে অন্যতম ছিল লিগ পরিষদ (League Council)।


সদস্য ঃ জাতিসংঘের প্রতিষ্ঠাকালে লিগ পরিষদে ৫ টি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং ৪ টি অস্থায়ী সদস্য রাষ্ট্র ছিল। স্থায়ী সদস্য হিসাবে স্থান পেয়েছিল আমেরিকা, জাপান, ইংল্যান্ড, ইটালি, ফ্রান্স। আমেরিকা লিগ পরিষদে যোগদান করলেও জাতিসংঘে যোগদান করেনি। লিগ পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচন করত জাতিসংঘের সাধারণ সভা। 

কার্য পরিচালনা ঃ জাতিসংঘের কার্য পরিচালনার মূল দায়িত্ব পালন করত লিগ পরিষদ। কোন কাজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য লিগ পরিষদের সদস্যদের একমত হওয়ার প্রয়োজন ছিল। 

সদস্যসংখ্যা বৃদ্ধি ঃ জাতিসংঘের প্রতিষ্ঠাকালে লিগ পরিষদের সদস্য সংখ্যা সব মিলিয়ে ৯ থাকলেও পরবর্তী কালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫ -তে। এর মধ্যে স্থায়ী সদস্য ছিল ৬ টি এবং অস্থায়ী সদস্য ছিল ৯ টি রাষ্ট্র। ১৯২৬ খ্রিস্টাব্দে জার্মানি এবং ১৯৩৪ খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া জাতিসংঘের নতুন সদস্যপদ লাভ করে। ১৮৩৪ খ্রিস্টাব্দের ২৮ সেপ্টেম্বর জাতিসংঘের লিগ পরিষদের সদস্যসংখ্যা ৫৮ -তে দাঁড়ায়। যেটি ছিল সর্বাধিক সংখ্যা।

অধিবেশন ঃ জাতিসংঘের লিগ পরিষদ গঠনের সময় প্রতি বছর কমপক্ষে তিনবার লিগ পরিষদের অধিবেশন বসত। অধিবেশনগুলিতে আন্তর্জাতিক সমস্যার সমাধান, যুদ্ধ প্রতিরোধের উপায়, কোন সমস্যা সমাধানের উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্মেলন আহ্বান ইত্যাদি বিষয়ে আলোচনা করা হত। 

     সবশেষে বলা যায় যে, লিগ পরিষদের জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে কাজ করত যা জাতিসংঘের কার্যপ্রণালীকে আরও বাড়িয়ে তুলেছিল এবং জাতিসংঘের উদ্দেশ্যগুলিকে বাস্তবায়িত করার জন্য একধাপ এগিয়ে দিয়েছিল। 

আরও পড়ুন ঃ


Post a Comment

Previous Post Next Post