জাতিসংঘের সদস্যপদের পরিচয় দাও

জাতিসংঘের সদস্যপদের পরিচয় -

১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়, যার উদ্দেশ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধান করা। এজন্য জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম থেকেই বিভিন্ন দেশকে জাতিসংঘের সদস্য বানানোর জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চলতে থাকে। নিন্মে জাতিসংঘের সদস্যপদের পরিচয় দেওয়া হল -

সদস্যের প্রকারভেদ ঃ জাতিসংঘে সাধারণত দুই প্রকার সদস্য ছিল। যেমন - (i) প্রাথমিক সদস্য এবং (ii) সাধারণ সদস্য।

     (i) প্রাথমিক সদস্য ঃ যুদ্ধের সময়কার মিত্রপক্ষের কোন রাষ্ট্র যদি জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করতে চায় তাহলে সেই রাষ্ট্র হবে জাতিসংঘের প্রাথমিক সদস্য।

     (ii) সাধারণ সদস্য ঃ যুদ্ধে পরাজিত যেকোন রাষ্ট্র যদি জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করতে চায় তাহলে সেই দেশকে জাতিসংঘের সাধারণ সদস্য হিসাবে গণ্য করা হবে।
সদস্য সংখ্যা ঃ জাতিসংঘের প্রথম অধিবেশনটি বসেছিল ১৯২০ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি প্রথম অধিবেশনে জাতিসংঘের ৪০ টি সদস্য দেশ বা রাষ্ট্র ছিল। ১৯৩৪ খ্রিস্টাব্দে এই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৬০, কিন্তু বিভিন্ন কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে জাতিসংঘের সদস্য সংখ্যা কমে আসে ৪৬ -এ।

সদস্যপদ ত্যাগ ঃ জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা স্থাপন এবং বিভিন্ন দেশের আগ্রাসন নীতি প্রতিরোধ করা। এই উদ্দেশ্যে জাতিসংঘ কয়েকটি আগ্রাসন প্রতিরোধ করে ফলে ইটালি, জার্মানি, জাপান ইত্যাদি রাষ্ট্র জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে।

     (i) ইতালির সদস্যপদ ত্যাগ ঃ ১৯৩৫ খ্রিস্টাব্দে ইটালি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে।

     (ii) জার্মানির সদস্যপদ ত্যাগ ঃ ১৯৩৩ খ্রিস্টাব্দে জার্মানি জাতিসংঘ ত্যাগ করে।

     (iii) জাপানের সদস্যপদ ত্যাগ ঃ ১৯৩৩ খ্রিস্টাব্দে জাপান জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে।

মূল্যায়ন ঃ সবশেষে বলা যায় যে, জাতিসংঘের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার নীতি ও আগ্রাসন রোধে কিছু দেশের ব্যক্তিগত সমস্যা দেখা যায় এবং তারা জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে। যার ফল স্বরূপ দেখা যায় ১৯৩৯ খ্রিস্টাব্দে সমগ্র বিশ্ববাসী আবার একটি ভয়ানক যুদ্ধের সম্মুখীন হয়। 

আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post