সরকারি গাণিতিক কমিটি কী

প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব "ভারতীয় পার্লামেন্টে সরকারি হিসাব কমিটি" সম্পর্কে। এটিকে সরকারি গাণিতিক কমিটি বা সরকারি গণিত কমিটি হিসাবেও ধরা হয়।

সরকারি গাণিতিক কমিটি / গণিত কমিটি -

যেকোন দেশের সরকারি অর্থের ওপর জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ন্ত্রণ থাকা বাঞ্ছনীয়। সেই কারণে ভারত সরকারের আর্থিক প্রশাসনের ওপর ভারতীয় সংসদের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য সরকারি গণিত কমিটি বা গাণিতিক কমিটি রয়েছে। 

সদস্য সংখ্যা ঃ বর্তমান ভারতে সরকারি গাণিতিক কমিটির সদস্য সংখ্যা ২২ জন। এদের মধ্যে লোকসভা থেকে ১৫ জন সদস্য নির্বাচিত হন এবং বাকি ৭ জন সদস্য নির্বাচিত হন রাজ্যসভা থেকে। 

সভাপতি নির্বাচন ঃ স্পিকার বিরোধী দলের একজন সদস্যকে সভাপতি হিসাবে মনোনীত করেন। 

কার্যাবলী ঃ ভারতের সংবিধান অনুযায়ী সরকারি গণিত কমিটি বা গাণিতিক কমিটি নিন্মলিখিত কাজগুলি সম্পন্ন করে থাকে -

     (i) পার্লামেন্ট যে খাতে যে পরিমাণ অর্থ মঞ্জুর করেছে সেই খাতে সেই পরিমাণ অর্থ ব্যয় হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা সরকারি গাণিতিক কমিটির প্রধান কাজ।

     (ii) সরকারি ব্যয় যোগ্য কর্তৃপক্ষের দ্বারা ব্যয় হয়েছে কিনা তা খতিয়ে দেখা।

     (iii) স্বশাসিত বা আধা স্বশাসিত সংস্থার আয়-ব্যয়ের হিসাব পরীক্ষা করা সরকারি গণিত কমিটির অন্যতম একটি প্রধান কাজ।

মূল্যায়ন ঃ সরকারি গাণিতিক কমিটির কাজ শুধুমাত্র সরকারি কাজ হয়ে যাওয়ার পর তাতে ক্ষয়ক্ষতি বিচার করে দেখা। সরকার যদি তার কাজে কোনরকম ভুলভ্রান্তি করে থাকে তাহলে তা শোধরাবার ক্ষমতা সরকারি গণিত কমিটি বা গাণিতিক কমিটির কাছে নেই।

Post a Comment

Previous Post Next Post