রাজ্য জরুরি অবস্থা বা ৩৫৬ নং ধারা সম্পর্কে আলোচনা করো

রাজ্য জরুরি অবস্থা -

দেশ সংকটপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হলে তা মোকাবিলা করার জন্য সরকারের হাতে বিশেষ ক্ষমতা থাকা প্রয়োজন। আর এব্যাপারে সংবিধান রচয়িতারা যথেষ্ট সচেতন ছিলেন। ভারতীয় সংবিধানে ৩৫২ থেকে ৩৬৯ নং ধারার মধ্যে ভারতের রাষ্ট্রপতিকে তিন ধরণের জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা প্রদান করা হয়েছে। এগুলি হল - (i) জাতীয় জরুরি অবস্থা - ৩৫২ নং ধারা (ii) রাজ্য জরুরি অবস্থা - ৩৫৬ নং ধারা এবং (iii) আর্থিক জরুরি অবস্থা - ৩৬০ নং ধারা। নিন্মে রাজ্য জরুরি অবস্থা বা ৩৫৬ নং ধারা সম্পর্কে আলোচনা করা হল -

ভারতীয় সংবিধানের ৩৫৬ নং ধারা অনুযায়ী, যে কোন রাজ্যের রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে বা অন্য কোনভাবে রাষ্ট্রপতি এই মর্মে যদি সন্তুষ্ট বা নিশ্চিত হন যে, রাজ্যের শাসন ব্যবস্থা সংবিধান অনুসারে পরিচালিত হচ্ছে না তাহলে তিনি সেই রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারেন। ঘোষণাটি কার্যকর করার জন্য পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হয়। অনুমোদন না পেলে ঘোষণাটি বাতিল হয়ে যায়। স্বাধীনতার পর এখনো পর্যন্ত রাষ্ট্রপতি শতাধিকবার রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। 

ফলাফল ঃ রাজ্য জরুরি অবস্থার ফলাফলগুলি হল -

     (i) রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা সংসদের হাতে রয়েছে।

     (ii) সরকারি কর্মচারীদের সংসদ যেকোন কাজে নিয়োজিত করতে পারে।

১৯৭৮ খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের ৪৪ তম সংশোধনীতে ঘোষণা করা হয়েছে যে, জরুরি অবস্থা ঘোষণার জন্য শুধুমাত্র রাষ্ট্রপতির সন্তুষ্টি যথেষ্ট নয়, এব্যাপারে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার লিখিত সম্মতি আবশ্যক। তবে বিভিন্ন সময়ে সংবিধানের এই অংশটিকে বাতিল করার জন্য গণতন্ত্রপ্রিয় মানুষেরা এটিকে অগণতান্ত্রিক বলে সোচ্চার হয়েছেন। 

Post a Comment

Previous Post Next Post