উড্রো উইলসনের চোদ্দ দফা নীতি -
মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন বিশ্বশান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা, ইউরোপের পুনর্গঠন ইত্যাদির উদ্দেশ্যে ১৯১৮ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে একটি নীতি ঘোষণা করেন। যেটি 'চোদ্দ দফা নীতি' নামে পরিচিত। নিন্মে চোদ্দ দফা নীতির শর্তগুলি আলোচনা করা হল -
চোদ্দ দফা নীতির শর্ত ঃ এই নীতির শর্তগুলি হল -
(i) বিদেশনীতির ক্ষেত্রে গোপন কূটনীতি ত্যাগ করতে হবে।
(ii) আন্তর্জাতিক বাণিজ্যে বাধা-নিষেধ হ্রাস করতে হবে।
(iii) যুদ্ধ বা শান্তির সময় দেশের উপকূলবর্তী অঞ্চল ব্যতীত সমুদ্র সকলের জন্য উন্মুক্ত রাখতে হবে।
(iv) অভ্যন্তরীণ নিরাপত্তার প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রের অস্ত্রসংখ্যা হ্রাস করতে হবে।
(v) উপনিবেশের বাসিন্দাদের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।
(vi) রাশিয়ার হারানো ভূখণ্ড তাকে আবার ফিরিয়ে দিতে হবে।
(vii) বেলজিয়ামের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে।
(viii) ফ্রান্সকে আলসাস ও লোরেইন ফিরিয়ে দিতে হবে।
(ix) ইতালির রাজ্যসীমা পুনর্গঠন করতে হবে।
(x) অস্ট্রিয়া ও হাঙ্গেরিকে স্বায়ত্তশাসনের অধিকার দিতে হবে।
(xi) বলকান রাজ্যগুলির পুনর্গঠন করতে হবে।
(xii) দার্দনেরলস প্রণালীকে আন্তর্জাতিক ক্ষেত্রে নিরপেক্ষ অঞ্চল বলে ঘোষণা করতে হবে।
(xiii) পোল্যান্ডের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে তাকে পুনর্গঠন করতে হবে।
(xiv) আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করতে হবে।
মূল্যায়ন ঃ উড্রো উইলসন জাতিসংঘের স্রষ্টা হলেও আমেরিকা জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেনি। সেজন্য উড্রো উইলসন হতাশ হয়ে বলেছিলেন, আমেরিকার এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী শান্তি আনতে ব্যর্থ হবে।
আরও পড়ুন ঃ