লেনিনগ্রাদের যুদ্ধ সম্পর্কে আলোচনা করো

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেনিনগ্রাদের লড়াই -

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪১ খ্রিস্টাব্দের ২২ জুন হিটলারের নাৎসি বাহিনী ব্যাপক সামরিক শক্তি সহযোগে রাশিয়ার ওপর আক্রমণ শুরু করে এবং দ্রুত গতিতে রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করে। এইভাবে রুশ-জার্মান যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ ১৯৪১ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৩ খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। রুশ-জার্মান যুদ্ধ রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলে ভয়ানক রূপ ধারণ করে। নিন্মে লেনিনগ্রাদ যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হল -

হিটলার কর্তৃক রাশিয়া আক্রমণ ঃ হিটলারের নির্দেশে তাঁর নাৎসি বাহিনী তিনটি অংশে বিভক্ত হয়ে রাশিয়ার ওপর সাঁড়াশি আক্রমণ শুরু করে এবং একটি অংশ রাশিয়ার উত্তরে লেনিনগ্রাদের দিকে অগ্রসর হতে থাকে। 

অবরোধ ঃ জার্মানি সেনাদের আক্রমণে রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চল সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। 

রাশিয়ার প্রতিরোধ ঃ লেনিনগ্রাড অবরুদ্ধ হলে রাশিয়া তীব্র প্রতিরোধ শুরু করে। এই সময় রাশিয়া -

     (i) রাশিয়ার লালফৌজ 'পোড়ামাটি নীতি' গ্রহণ করে। তারা শস্যক্ষেত্র এবং ঘরবাড়ি ধ্বংস করে পিছু হটতে থাকে। 

     (ii) পোড়ামাটি নীতি গ্রহণের ফলে সেখানে খাদ্য ও রসদের অভাব দেখা যায় এবং রাশিয়ার প্রচণ্ড শীতে হিটলারের নাৎসি বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে।

     (iii) এরপর বিপর্যস্ত নাৎসি বাহিনীর ওপর রাশিয়ার লালফৌজ আক্রমণ শুরু করে এবং জার্মানির সেনাদের হারিয়ে দেয়।

অবরোধ মুক্তি ঃ ব্যাপক ক্ষয়ক্ষতি ও রাশিয়ার তীব্র প্রতিরোধে অবশেষে জার্মান বাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং ১৯৪৩ খ্রিস্টাব্দের প্রথম দিকে লেনিনগ্রাদ জার্মানির কবল থকে মুক্ত হয়।

মূল্যায়ন ঃ লেনিনগ্রাদকে অবরোধ মুক্ত করতে একদিকে যেমন রাশিয়ার লালফৌজ তৎপর ছিল তেমনই রাশিয়ার জনগণ কর্তৃক গেরিলা যুদ্ধের ফলে জার্মান নাৎসি বাহিনী বিপর্যস্ত হয় এবং অবশেষে নাৎসি বাহিনী লেনিনগ্রাদ ছেড়ে স্ট্যালিনগ্রাদের দিকে অগ্রসর হয়। 

আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post