আইবেরীয় উপদ্বীপের যুদ্ধ ও তার প্রভাব -
ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে দেওয়ার জন্য নেপোলিয়ন ১৮০৬ খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রির মাধ্যমে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেছিলেন। এর ফলে নেপোলিয়নের সাথে ইউরোপের বিভিন্ন দেশের দীর্ঘস্থায়ী যুদ্ধ বেঁধেছিল। নেপোলিয়ন ১৮০৭ খ্রিস্টাব্দে পর্তুগাল দখল করেন। ১৮০৮ খ্রিস্টাব্দে স্পেন দখল করেন। এর ফলে পর্তুগাল ও স্পেন নেপোলিয়নের বিরুদ্ধে এক অসম যুদ্ধে নেমে পড়ে। এই যুদ্ধ ১৮০৮ খ্রিস্টাব্দ থেকে ১৮১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। এই যুদ্ধ "উপদ্বীপের যুদ্ধ" (পেনিনসুলার যুদ্ধ) নামে পরিচিত। নিন্মে এই যুদ্ধের প্রভাব বা ফলাফল সম্পর্কে আলোচনা করা হল -
নেপোলিয়নের পতনের সূত্রপাত ঃ উপদ্বীপের যুদ্ধে নেপোলিয়নের ফরাসি বাহিনী বহুবার পরাজিত হয়েছিল এবং ফরাসি বাহিনীর চরম ব্যর্থতা নেপোলিয়নের পতনের পথ প্রশস্ত করেছিল। এই যুদ্ধে নেপোলিয়নের কোন রণনীতিই কাজে আসেনি। উপদ্বীপের যুদ্ধের ফলাফল বা তাৎপর্য সম্পর্কে নেপোলিয়ন নিজেই স্বীকার করেছিলেন, স্পেনীয় ক্ষতই আমাকে ধ্বংস করেছে।
জাতীয়তাবাদের শক্তি ঃ স্পেনের জনগণ ছিল জাতীয়তাবোধে উদ্বুদ্ধ। তারা ছিলেন দেশপ্রেমী ও ঐক্যবদ্ধ। এমন জাতির বিরুদ্ধে যুদ্ধ অভিযান কি হতে পারে তা স্পেনবাসী নেপোলিয়নের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন।
ফ্রান্সের ক্ষয়ক্ষতি ঃ আইবেরীয় যুদ্ধের প্রথম তিন বছর শুধু স্পেনেই প্রায় ৩ লক্ষ সৈন্য মোতায়েন ছিল। এই বিশাল পরিমাণ সেনার জন্য প্রচুর অর্থব্যয় হত। তাছাড়া এই যুদ্ধে নেপোলিয়নের প্রায় ৫ লক্ষের বেশি সৈন্য মারা গিয়েছিল। এজন্য ফ্রান্স সামরিক ও অর্থনৈতিক দিক থেকে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। ফলে তাঁর চূড়ান্ত পরাজয় নিশ্চিত ছিল।
ইউরোপের ব্যর্থতা ঃ আইবেরীয় উপদ্বীপের যুদ্ধে নেপোলিয়নের বেশিরভাগ সৈন্য পর্তুগাল ও স্পেনে নিযুক্ত ছিল। ফলে ইউরোপের অন্যান্য দেশের সাথে যুদ্ধের সময় নেপোলিয়ন ক্রমাগত সমস্যার সম্মুখীন হতে থাকেন এবং প্রতিটি যুদ্ধে তিনি ব্যর্থ হন।
নেপোলিয়নের মর্যাদা হ্রাস ঃ ক্ষমতা লাভের পর গোটা ইউরোপ জুড়ে নেপোলিয়নের যে অপরাজেয় ভাবমূর্তি গড়ে উঠেছিল, উপদ্বীপের যুদ্ধে পরাজয়ের ফলে সেই ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। ফলে নেপোলিয়নের বিরুদ্ধে প্রাশিয়া, অস্ট্রিয়া ও রাশিয়ার মত দেশগুলি বিদ্রোহ করতে শুরু করে। এরফলে গোটা ইউরোপে নেপোলিয়নের মর্যাদা হ্রাস পায়।
মূল্যায়ন ঃ অর্থনৈতিক দিকে থেকে ইংল্যান্ডকে দুর্বল করার জন্য নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থার চূড়ান্ত পরিণতি ছিল উপদ্বীপের যুদ্ধ। দীর্ঘকাল যুদ্ধ করার পর অবশেষে নেপোলিয়নের পরাজয় ঘটে। এই পরাজয় নেপোলিয়নের পতনের পথকে প্রশস্ত করেছিল। এককথায় বলতে গেলে স্পেন অভিযান ছিল নেপোলিয়নের পতনের প্রথম ধাপ।