প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব "অভিজাত বিদ্রোহ বলতে কি বোঝ" / "অভিজাত বিদ্রোহ কি" / "টীকা ঃ অভিজাত বিদ্রোহ" / "অভিজাত বিদ্রোহের গুরুত্ব লেখ" / "অভিজাত বিদ্রোহের কারণ কি" / "অভিজাত বিদ্রোহের কারণ ও গুরুত্ব"- এই প্রশ্নটি।
অভিজাত বিদ্রোহ -
ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী ব্রিয়াঁ অন্যান্য সম্প্রদায়ের মতো অভিজাতদের ওপরও কর আরপের প্রস্তাব দেন। ব্রিয়াঁর এই প্রস্তাবে অভিজাত সম্প্রদায় ক্ষুব্ধ হয় এবং রাজার সাথে অভিজাতদের সম্পর্কের অবনতি ঘটে। সম্পর্কের এই অবনতি শেষ পর্যন্ত 'অভিজাত বিদ্রোহ'-এর রূপ ধারণ করে। নিন্মে অভিজাত বিদ্রোহের কারণগুলি আলোচনা করা হল -
স্টেটস জেনারেলের অধিকার ঃ অর্থমন্ত্রী ব্রিয়াঁর কয়েকটি প্রস্তাব অভিজাতরা মেনে নেয়, কিন্তু তারা স্ট্যাম্পকর এবং ভূমিকরের প্রস্তাব বাতিল করে দেয়। অভিজাতরা দাবি করে যে, একমাত্র স্টেটস জেনারেলের কর আরোপের অধিকার আছে।
পার্লামেন্টের সদস্যদের নির্বাসন ঃ রাজা ষোড়শ লুই পার্লামেন্টের কয়েকজন সদস্যের আচরণে উত্ত্যক্ত হয় এবং তাঁর নিজ ভ্রাতা ডিউক-সহ পার্লামেন্টের তিনজন সদস্যকে নির্বাসিত করেন। এর ফলে পার্লামেন্ট ক্ষুব্ধ হয় এবং রাজার বিরুদ্ধে কয়েকটি আইন পাস করে নাগরিকদের ইচ্ছামত গ্রেফতার, বিচারকের অপসারণ ইত্যাদি বিষয়ে রাজাকে ক্ষমতাচ্যুত করে।
পার্লামেন্টের মুলতুবি ঃ রাজার বিরুদ্ধে আইন পাস করানো হলে রাজা ক্ষুব্ধ হয়ে সমস্ত প্রদেশের পার্লামেন্টগুলি মুলতুবি করেন। এরপর ষোড়শ লুই ৫৭ টি নতুন বিচারালয় স্থাপন করেন এবং নিজের প্রস্তাবিত সংস্কারগুলিকে আইনে রূপান্তরিত করেন।
অভিজাত বিদ্রোহের সূচনা ঃ ফরাসি সম্রাট ষোড়শ লুই ১৭৮৮ খ্রিস্টাব্দে দেশের সমস্ত প্রাদেশিক পার্লামেন্ট মুলতুবি করলে তাঁর বিরুদ্ধে অভিজাতরা বিদ্রোহ করতে শুরু করে। ফ্রান্সের তুলোঁ, দুজোঁ, দ্যাফিনে ইত্যাদি স্থানে বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে।
অভিজাত বিদ্রোহের গুরুত্ব / ফলাফল-
অভিজাতদের বিদ্রোহ ছিল ফ্রান্সের স্বৈরাচারী দৈব রাজতন্ত্র ও পুরাতনতন্ত্রের মূলে কুঠারাঘাত। নিন্মে অভিজাত বিদ্রোহের গুরুত্বগুলি আলোচনা করা হল -
ফরাসি বিপ্লবের সূচনা ঃ ১৭৮৮ খ্রিস্টাব্দের অভিজাত বিদ্রোহ থেকেই ১৭৮৯ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের সূচনা ঘটে। বিদ্রোহের প্রথম পর্বে যাজকরা অভিজাতদের সহযোদ্ধা হিসাবে ছিল, বিদ্রোহের দ্বিতীয় পর্বে বুর্জোয়ারা এবং শেষ পর্বে কৃষকরা নেতৃত্বদানে এগিয়ে আসে।
গণবিদ্রোহের সোপান ঃ ফ্রান্সের রাজার বিরুদ্ধে অভিজাতদের বিদ্রোহে শীঘ্রই যাজক ও বুর্জোয়া শ্রেণি শামিল হয়। ফলে অভিজাত বিদ্রোহ অল্পদিনের মধ্যেই প্রকৃত গণবিদ্রোহের রূপ নেয়।
রাজতন্ত্রের মর্যাদায় আঘাত ঃ অভিজাতদের বিদ্রোহের চাপে পড়ে রাজা স্টেটস জেনারেলের অধিবেশন ডাকে, ফলে স্বৈরাচারী রাজতন্ত্রের মর্যাদাহানি ঘটে। এইভাবে রাজার ঐশ্বরিক ক্ষমতা ও স্বৈরতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
পুরাতনতন্ত্রের ওপর আঘাত ঃ ফ্রান্সের রাজা ছিলেন ফরাসি অঁসিয়া রেজিম বা পুরাতনতন্ত্র এবং যাজক ও অভিজাত শ্রেণির রক্ষক। অভিজাত বিদ্রোহের উদ্দেশ্য ছিল রাজতন্ত্রকে দুর্বল করা, কিন্তু তারা অজান্তেই পুরাতনতন্ত্রকে দুর্বল করে দেয়।
মূল্যায়ন ঃ ফ্রান্সে প্রচলিত পুরাতনতন্ত্র ফ্রান্সকে একটি বারুদের স্তুপে পরিণত করেছিল। এই বারুদের স্তুপে প্রথম অগ্নিসংযোগ করেছিল অভিজাত বিদ্রোহ। বলাবাহুল্য, অভিজাত শ্রেণি তাদের নিজেদের রক্ষা করতে গিয়েই অজান্তে ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ডেকে আনে।
আরও পড়ুন ঃ