নেপোলিয়নের স্পেন দখলের প্রতিক্রিয়া -
পর্তুগাল দখল করে ফেরার পথে ১৮০৮ খ্রিস্টাব্দে নেপোলিয়ন স্পেন দখল করে স্পেনের রাজা চতুর্থ চার্লস ও যুবরাজ ফার্দিনান্দকে নির্বাসনে পাঠান এবং নিজ ভ্রাতা জোসেফ বোনাপার্টকে স্পেনের সিংহাসনে বসান। এই পরিস্থিতিতে স্পেনবাসী নেপোলিয়নের ওপর ক্ষুব্ধ হয় এবং তারা তীব্র প্রতিক্রিয়া দেখাতে থাকে। নিন্মে নেপোলিয়নের স্পেন দখলের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হল -
স্পেনীয়দের বিদ্রোহ ঃ স্পেনের জনগণ ছিল জাতীয়তাবোধে উদ্বুদ্ধ। নেপোলিয়ন স্পেন দখল করলে তারা নেপোলিয়নের বিরুদ্ধে তীব্র বিদ্রোহ শুরু করে। এই যুদ্ধে মাতৃভূমি স্পেনকে নেপোলিয়নের হাত থেকে রক্ষা করার জন্য সর্বস্তরের স্পেনীয়বাসী যুদ্ধে যোগদান করে।
প্রতিরোধ সমিতি ঃ নেপোলিয়নের ফরাসি বাহিনীর বিরুদ্ধে স্পেনের বিভিন্ন জায়গায় অগণিত 'জুন্টা' বা বিদ্রোহ প্রতিরোধ সমিতি গড়ে উঠেছিল। সমিতিগুলি স্থানীয় প্রশাসনের দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়ে নেপোলিয়নের সেনাদের বিরুদ্ধে আমরণ লড়াই চালিয়েছিল। এই বিদ্রোহ প্রতিরোধ সমিতি বা জুন্টার কেন্দ্র স্থাপিত হয়েছিল ক্যাডিজে নামক শহরে।
স্পেনীয়দের গেরিলা যুদ্ধ ঃ ফরাসি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য স্পেনের জাতীয়তাবাদীদের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত গেরিলা যোদ্ধা বাহিনী গড়ে ওঠে। নেপোলিয়ন ভ্রাতা জোসেফ বোনাপার্ট গেরিলা যোদ্ধাদের ভয়ে আতঙ্কিত হয়ে সিংহাসনে বসার মাত্র ১১ দিনের মধ্যেই সিংহাসন ত্যাগ করে রাজধানী ছাড়তে বাধ্য হয়।
জাতীয় প্রতিরোধ ঃ নেপোলিয়নের স্পেন দখলের কিছুদিন পরই স্পেনের বিভিন্ন ধারার বিদ্রোহী ও যোদ্ধাদের সমন্বয়ে ফরাসি বাহিনীর বিরুদ্ধে শীঘ্রই জাতীয় বিদ্রোহ শুরু হয়। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ স্পেনীয়দের ঐক্যবদ্ধ জাতীয় প্রতিরোধের সামনে নেপোলিয়নের বাহিনী নাস্তানাবুদ হয়ে যায়।
মূল্যায়ন ঃ ১৮০৮ খ্রিস্টাব্দে স্পেন দখলের ফলে নেপোলিয়ন স্পেন, পর্তুগাল-সহ ইংল্যান্ডের সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়েন। এই যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয় এবং ফরাসি শক্তি স্পেন ছাড়তে বাধ্য হয়। এককথায় বলতে গেলে স্পেন অভিযান ছিল নেপোলিয়নের জীবনের একটি মারাত্মক ভুল, যা তাঁর পতনকে ত্বরান্বিত করেছিল।
আরও পড়ুন ঃ