নেপোলিয়নের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত -
নেপোলিয়নকে বলা হয় 'বিপ্লবের সন্তান'। কিন্তু নেপোলিয়নের কার্যাবলীর সঙ্গে ফরাসি বিপ্লবের নানা বিষয়ে বিরোধিতা সৃষ্টি হয়েছে। ফলে তাঁর সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত হয়। এই সংঘাতের কারণ -
আজ্ঞাবহ কনসাল ঃ গণতন্ত্র প্রতিষ্ঠা ছিল ফরাসি বিপ্লবের প্রধান আদর্শ। কিন্তু গণতন্ত্রের প্রতি নেপোলিয়নের কোন শ্রদ্ধা ছিল না। ১৭৯৯ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর তিনি দেশের সমস্ত ক্ষমতা নিজের অধিকারে আনেন। এর ফলে অন্য দুজন কনসাল তাঁর আজ্ঞাবহে পরিণত হয়।
রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ঃ ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্রের উচ্ছেদ হয় এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সের কনসাল পদে নিযুক্ত হওয়ার পর তিনি ফরাসি বিপ্লবের আদর্শকে ধ্বংস করে দিয়েছিলেন। ১৮০৪ খ্রিস্টাব্দে তিনি নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করেন এবং পুনরায় বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেন।
একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা ঃ নেপোলিয়ন ক্ষমতায় আসার পর ফ্রান্সে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সাধারণ মানুষের বাকস্বাধীনতা হরণ করেন, বিনা বিচারে গ্রেফতার, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার মত কাজ তিনি করেছিলেন। এইভাবে নেপোলিয়ন ফ্রান্স থেকে সম্পূর্ণভাবে ফরাসি বিপ্লবের আদর্শকে নষ্ট করে দিয়েছিলেন।
মূল্যায়ন ঃ নেপোলিয়ন সিংহাসনে বসে সাম্য ও মৈত্রীর আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন একথা ঠিক। কিন্তু তিনি স্বাধীনতার আদর্শ-সহ বিভিন্ন বৈপ্লবিক ভাবধারা ধ্বংস করেন। এককথায় বলতে গেলে নেপোলিয়ন সামাজিক সাম্য অপেক্ষা সামাজিক বৈষম্যই বেশি সৃষ্টি করেছিলেন। তাই বলা যায় ১৮০৪ খ্রিস্টাব্দে নেপোলিয়নের সম্রাট পদ ঘোষণার মাধ্যমে ফ্রান্স থেকে ফরাসি বিপ্লবের আদর্শের সমাধি ঘটে।