নেপোলিয়নের স্পেন দখলের কারণ -
ইংল্যান্ডের মিত্র দেশ পর্তুগাল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে অস্বীকার করলে নেপোলিয়ন স্পেনের অনুমতি না নিয়েই স্পেনের ওপর দিয়ে পর্তুগাল আক্রমণ করে দখল করে নেয়। এরফলে স্পেনের জনগণ নেপোলিয়নের ওপর ক্ষুব্ধ হলে নেপোলিয়ন পর্তুগাল থেকে ফেরার পথে ১৮০৮ খ্রিস্টাব্দে স্পেন দখলের পরিকল্পনা করেন। নিন্মে নেপোলিয়নের স্পেন অভিযান বা স্পেন দখলের কারণ আলোচনা করা হল -
'মুক্তিদাতা' নেপোলিয়ন ঃ নেপোলিয়ন আশা করেছিলেন যে, স্পেন দখল করে ফেরার পথে সেখানে ফ্রান্সের অনুকরণে উদারনৈতিক শাসন ও বিপ্লবী সংস্কারগুলি প্রবর্তন করলে স্পেনবাসী খুশি হবে এবং তাঁকে 'মুক্তিদাতা' হিসাবে অভিনন্দন জানাবে।
স্পেনের আক্রমণের সম্ভাবনা ঃ নেপোলিয়ন গোপনসূত্রে জানতে পেরেছিলেন যে, স্পেনের শক্তিশালী মন্ত্রী গোদয়-এর উদ্যোগে স্পেন ও প্রাশিয়া যৌথভাবে ফ্রান্স আক্রমণ করবে। স্পেনের এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হয় তার জন্য নেপোলিয়ন আগে থেকেই স্পেন আক্রমণ করেছিলেন।
স্পেনের নৌবহর ঃ ১৮০৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সাথে ট্রাফালগারের যুদ্ধের সময় নেপোলিয়ন স্পেনের নৌবহরের সাহায্য নিয়েছিলেন। এই যুদ্ধে স্পেনের নৌবহরের শক্তি ও কার্যকারিতায় নেপোলিয়ন মুগ্ধ হয়েছিলেন। ফলে নেপোলিয়ন স্পেনের নৌবহর দখল করে ফ্রান্সের নৌশক্তি বৃদ্ধির উদ্যোগ নিয়েছিলেন।
স্পেনবাসীর বিদ্রোহ ঃ পর্তুগাল অভিযান সময় নেপোলিয়ন স্পেনের অনুমতি না নিয়েই সেনা পাঠালে স্পেনবাসীর আত্মসম্মানে আঘাত লাগে। ফলে তারা নেপোলিয়নের ওপর ক্ষুব্ধ হয় ও বিদ্রোহ করে। নেপোলিয়ন এই বিদ্রোহ দমন করতে স্পেন দখল করে।
মূল্যায়ন ঃ এককথায় বলতে গেলে স্পেন দখল ছিল নেপোলিয়নের পূর্ব পরিকল্পনার একটি পদক্ষেপ। তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলেন মাত্র। স্পেনের রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগে তিনি তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করেন। এছাড়া ফ্রান্সের সীমানার নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যেও নেপোলিয়ন স্পেন আক্রমন করেছিলেন।
আরও পড়ুন ঃ