স্পেনের বিরুদ্ধে নেপোলিয়নের যুদ্ধের অগ্রগতির বিবরণ দাও

"স্পেনের বিরুদ্ধে নেপোলিয়নের যুদ্ধের অগ্রগতি" / "স্পেনের বিরুদ্ধে ফরাসি বাহিনীর যুদ্ধের গতিধারা" -

১৮০৭ খ্রিস্টাব্দে পর্তুগাল দখলের পর ১৮০৮ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন স্পেন অভিযান করে নিজ ভ্রাতা জোসেফকে স্পেনের সিংহাসনে বসান। ফলে স্পেনবাসী ক্ষুব্ধ হয় এবং ফরাসি বাহিনীর বিরুদ্ধে জাতীয় মুক্তিযুদ্ধ শুরু করে। দীর্ঘ ৭ বছর যুদ্ধ করার পর পরাজিত হয়ে ফরাসি বাহিনী ১৮১৪ খ্রিস্টাব্দে স্পেন ত্যাগ করতে বাধ্য হয়।

ফরাসি সেনাপতি দুঁপ-এর পরাজয় ঃ নেপোলিয়নের আগ্রাসনের বিরুদ্ধে স্পেনের সর্বস্তরের মানুষ এক অসম যুদ্ধে নামে। তারা গেরিলা বাহিনীর মাধ্যমে ফরাসি সেনাদের নাস্তানাবুদ করে দেয়। ১৮০৮ খ্রিস্টাব্দে স্পেনের জনগণ বেলেনের যুদ্ধে ফরাসি বাহিনীকে পরাজিত করে। এই যুদ্ধে ফরাসি সেনাপতি দুঁপ আত্মসমর্পণে বাধ্য হন।

উপদ্বীপের যুদ্ধ ঃ ফরাসি বাহিনী স্পেনে পরাজিত হলে পর্তুগালবাসীরাও অনুপ্রানিত হয় এবং ফরাসি শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য স্পেন ও পর্তুগাল একযোগে নেপোলিয়নের বিরুদ্ধে গণ-বিদ্রোহে ঝাপিয়ে পড়ে। এই ঘটনা "উপদ্বীপের যুদ্ধ" নামে পরিচিত। এই যুদ্ধে ১৮০৮ খ্রিস্টাব্দ থেকে ১৮১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল।

ইংল্যান্ডের ভূমিকা (জুনো-র পরাজয়) ঃ ইংল্যান্ডের মিত্র দেশ পর্তুগাল নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইংল্যান্ডের সাহায্য প্রার্থনা করে। এমতাবস্থায় ব্রিটিশ সেনাপতি আর্থার ওয়েলেসলি ১৩ হাজার সৈন্যসহ পর্তুগালে হাজির হন এবং ১৮০৮ খ্রিস্টাব্দে ভিমিয়েরো-র যুদ্ধে ফরাসি সেনাপতি জুনোকে পরাজিত করেন।

ট্যালাভেরার যুদ্ধ ঃ স্পেনবাসির গেরিলা বাহিনীর দ্বারা আতঙ্কিত হয়ে জোসেফ বোনাপার্ট সিংহাসনে বসার মাত্র ১১ দিনের মধ্যে সিংহাসন ত্যাগ করেছিলেন। এরপর নেপোলিয়ন স্পেনে গিয়ে ১৮০৮ খ্রিস্টাব্দের শেষভাগে ভ্রাতা জোসেফকে পুনরায় স্পেনের সিংহাসনে বসান। তবে নেপোলিয়ন শীঘ্রই ইউরোপের অন্যান্য দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন। এই পরিস্থিতিতে ব্রিটিশ সেনাপতি আর্থার ওয়েলেসলি ১৮০৯ খ্রিস্টাব্দে ট্যালাভেরার যুদ্ধে ফরাসি সেনাপতি ভিক্টরকে পরাজিত করেন। 

ফ্রান্সের পরাজয় ঃ স্পেন অভিযানে ফ্রান্সের পরাজয়ের কারণগুলি হল-

     (i) ১৮০৯ খ্রিস্টাব্দে ফরাসি সেনাপতি ম্যাসেনা ১.৫ লক্ষ সৈন্য নিয়ে স্পেন অভিযান করেন এবং টোরেস ভেড্রাস-এর যুদ্ধে পরাজিত হন।

     (ii) ১৮১২ খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করলে স্পেন ও পর্তুগাল থেকে বহু সৈন্য সরিয়ে নেন। ফলে ১৮১২ খ্রিস্টাব্দে স্যালামাঙ্কার যুদ্ধে এবং ১৮১৩ খ্রিস্টাব্দে ভিত্তোরিয়ার যুদ্ধে ফরাসি বাহিনী পরাজিত হয়। শেষপর্যন্ত ফরাসি বাহিনী স্পেন ত্যাগ করতে বাধ্য হয়।

মূল্যায়ন ঃ জাতীয়তাবোধে উদ্বুদ্ধ স্পেনবাসী তাদের মাতৃভূমি রক্ষার উদ্দেশ্যে নেপোলিয়নের বিরুদ্ধে অসম লড়াইয়ে নেমে পড়ে এবং তাদের অদম্য লড়াই তাদের সাফল্য এনে দেয়। স্পেনের পক্ষে ইংল্যান্ড ও পর্তুগাল যুদ্ধে যোগদান করলে নেপোলিয়নের পরাজয় নিশ্চিত হয়ে পড়ে। শেষপর্যন্ত ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতি, অর্থক্ষয়, লোকক্ষয়, শক্তিক্ষয় স্বীকার করে ফরাসি বাহিনী স্পেন ছাড়তে বাধ্য হয়। বলাবাহুল্য স্পেন অভিযানই ছিল নেপোলিয়নের পতনের অন্যতম একটি বড় কারণ। 

Post a Comment

Previous Post Next Post