ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি -
১৮১৫ খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলনে মূলত তিনটি তিনি গৃহীত হয়েছিল। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল "ন্যায্য অধিকার নীতি" (Principle of Legitimacy). ভিয়েনা সম্মেলনে গৃহীত এই নীতির দুজন উগ্র সমর্থক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক এবং ফ্রান্সের প্রতিনিধি তালিরঁ। নিন্মে ভিয়েনা সম্মেলনে গৃহীত ন্যায্য অধিকার নীতি সম্পর্কে আলোচনা করা হল -
ন্যায্য অধিকার নীতির অর্থ ঃ ন্যায্য অধিকার নীতির মূল অর্থ হল বৈধ অধিকার প্রতিষ্ঠা। এই নীতির উদ্দেশ্য ছিল ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ইউরোপের যেদেশে যে রাজা বা রাজবংশ রাজত্ব করছিল সেখানে তাদের পুনঃপ্রতিষ্ঠা করা।
গৃহীত পদক্ষেপ ঃ ন্যায্য অধিকার নীতির মাধ্যমে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয় সেগুলি হল -
(i) এই নীতির মাধ্যমে ফ্রান্সে বুরবোঁ রাজবংশকে পুনরায় প্রতিষ্ঠা করা হয়।
(ii) ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সের যে রাজ্যসীমা বেড়েছিল, এই নীতি প্রয়োগ করে ফ্রান্সকে তার পূর্বের রাজ্যসীমায় ফিরিয়ে আনা হয়।
(iii) হল্যান্ডে অরেঞ্জ রাজবংশের শাসন প্রতিষ্ঠা করা হয়।
(iv) সার্ডিনিয়া, পিডমেন্ট ও স্যাভয় অঞ্চলে স্যাভয় রাজবংশের প্রতিষ্ঠা করা হয়েছিল।
(v) ইতালিতে পোপের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত হয়।
(vi) জার্মানি ও উত্তর ইতালিতে অস্ট্রিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
নীতির লঙ্ঘন ঃ ভিয়েনা সম্মেলনের নেতৃবৃন্দরা বিভিন্ন ভাবে ন্যায্য অধিকার নীতি লঙ্ঘন করেছিলেন। তারা এই নীতির উদ্দেশ্যগুলি বাস্তবায়নের ক্ষেত্রে অনীহা প্রকাশ করেছেন। যেমন -
(i) ফরাসি বিপ্লবের পূর্বে ভেনিস ও জেনোয়ায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। কিন্তু এই দুই অঞ্চলে প্রজাতন্ত্র ফিরিয়ে আনা হয়নি। এক্ষেত্রে ন্যায্য অধিকার নীতি লঙ্ঘিত হয়েছে।
(ii) বিপ্লবের পূর্বে মধ্য জার্মানিতে যে রাজবংশ রাজত্ব করত এই নীতির মাধ্যমে সেই রাজবংশ গুলিকেও ফিরিয়ে আনা হয়নি।
(iii) বেলজিয়াম কখনো হল্যান্ডের সঙ্গে যুক্ত ছিল না কিন্তু এই নীতির মাধ্যমে বেলজিয়াম কে হল্যান্ডের সঙ্গে যুক্ত করা হয়। অনুরুপ ভাবে নরওয়েকে ডেনমার্কের কাছ থেকে কেড়ে নিয়ে সুইডেনের সঙ্গে যুক্ত করা হয়। এইভাবে ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি লঙ্ঘন করা হয়েছিল।
মূল্যায়ন ঃ ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতিগুলির মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে বিপ্লব পূর্ববর্তী রাজবংশগুলি পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল ঠিকই কিন্তু এরফলে ইউরোপীয় রাজনীতিতে নতুন অশান্তি সৃষ্টি হয়েছিল।
আরও পড়ুন ঃ