আইবেরীয় উপদ্বীপের অধিবাসীরা নেপোলিয়নের বিরোধিতা করেছিল কেন

আইবেরীয় উপদ্বীপের অধিবাসীদের নেপোলিয়নের বিরোধিতা করার কারণ -

ফরাসি সম্রাট নেপোলিয়ন তাঁর মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে কার্যকরী করার জন্য বিভিন্ন দেশের সাথে অসম যুদ্ধে জড়িয়ে পড়েন। তিনি ১৮০৭ খ্রিস্টাব্দে পর্তুগাল দখল করেন এবং ১৮০৮ খ্রিস্টাব্দে স্পেন দখল করেন। পর্তুগাল ও স্পেনের সাথে ফ্রান্স তথা নেপোলিয়নের এই যুদ্ধ "আইবেরীয় উপদ্বীপের যুদ্ধ" নামে পরিচিত। বিভিন্ন কারণে আইবেরীয় উপদ্বীপের অধিবাসীরা নেপোলিয়নের বিরোধিতা করেছিল। যেমন -

পর্তুগাল দখল ঃ ইংল্যান্ডের বিরুদ্ধে নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন ১৮০৭ খ্রিস্টাব্দে পর্তুগাল দখল করেন। নেপোলিয়নের আক্রমণে পর্তুগালের রাজ পরিবার পলায়ন করেন। ফলে স্বাধীনচেতা পর্তুগালবাসী নেপোলিয়নের ওপর ক্ষুব্ধ হয়।

স্পেন দখল ঃ নেপোলিয়ন স্পেনের অনুমতি না নিয়েই স্পেনের ওপর দিয়ে সেনা পাঠিয়ে পর্তুগাল দখল করে। এরফলে স্পেনবাসীর মর্যাদাহানি ঘটে এবং তারা নেপোলিয়নের ওপর ক্ষুব্ধ হয়। নেপোলিয়নের ফেরার পথে স্পেনবাসী বিদ্রোহী হয়ে উঠলে নেপোলিয়ন ১৮০৮ খ্রিস্টাব্দে স্পেন দখল করে নিজ ভ্রাতা জোসেফ বোনাপার্টকে স্পেনের সিংহাসনে বসিয়ে দেন। নেপোলিয়নের এই নগ্ন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ স্পেনবাসী ক্ষোভে ফেটে পড়ে।

স্পেনের সাথে যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্ত পর্যুদস্ত হন এবং ১৮০৮ খ্রিস্টাব্দে বেলেনের যুদ্ধে নেপোলিয়ন স্পেনবাসীর কাছে পরাজিত হন। এই যুদ্ধে প্রচুর ফরাসি সৈন্য স্পেনের কাছে আত্মসমর্পণ করে। 

মূল্যায়ন ঃ নেপোলিয়ন তাঁর শাসনকালের প্রথম দিকে সমস্ত বৈদেশিক পর্বের যুদ্ধগুলিতে জয়লাভ করলেও আইবেরীয় উপদ্বীপের যুদ্ধে তিনি পরাজিত হন এবং এরফলে তাঁর ভাবমূর্তি নষ্ট হয়। যা তাঁর পতনকে ত্বরান্বিত করেছিল।

Post a Comment

Previous Post Next Post