স্পেনের যুদ্ধে নেপোলিয়নের পরাজয়ের কারণ কি

প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব "স্পেনের যুদ্ধে নেপোলিয়নের পরাজয়ের কারণ" / "স্পেনের যুদ্ধে ফ্রান্সের ব্যর্থতার কারণ" -

১৮০৮ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন স্পেন দখল করেন। কিন্তু জাতীয়তাবোধে উদ্বুদ্ধ স্পেনবাসী ঐক্যবদ্ধ হয়ে নেপোলিয়নের বিরুদ্ধে বিদ্রোহ করলে নেপোলিয়ন বার বার স্পেনের কাছে পরাজিত হতে থাকে। এইভাবে দীর্ঘকাল যুদ্ধ চলার পর শেষপর্যন্ত ১৮১৪ খ্রিস্টাব্দে চূড়ান্ত পরাজয় ঘটলে নেপোলিয়নের ফরাসি বাহিনী স্পেন ত্যাগ করতে বাধ্য হয়। স্পেনের যুদ্ধে নেপোলিয়নের পরাজয়ের কারণগুলি নিন্মে আলোচনা করা হল -

স্পেনের পরিবেশ ঃ স্পেন পাহাড়-পর্বত ও জলাভূমিতে পূর্ণ থাকায় সেখানকার ভৌগলিক পরিবেশে নেপোলিয়নের বাহিনী যুদ্ধ করতে খুবই সমস্যার সম্মুখীন হয়। সেই সময় স্পেন ছিল একটি দরিদ্র দেশ এবং সেখানকার খাদ্যাভাব ও যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ফরাসি সেনাদের প্রতিকুলে থাকায় তারা ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে সাফল্য দেখাতে পারেনি। 

সংকটে জড়িয়ে পড়া ঃ স্পেন অভিযানের পর নেপোলিয়ন ইউরোপের বিভিন্ন দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন। ফলে স্পেনের যুদ্ধে তিনি যথেষ্ট গুরুত্ব দিতে ব্যর্থ হন, যা স্পেনে তাঁর পরাজয়ের একটি অন্যতম কারণ। ১৮০৯ খ্রিস্টাব্দের পর নেপোলিয়ন আর স্পেনে যেতে পারেননি ফলে যুদ্ধের পরিণতি নেপোলিয়নের বিরুদ্ধে চলে গিয়েছিল।

স্পেনবাসীর দেশপ্রেম ঃ স্পেনবাসী ছিল জাতীয়তাবোধে উদ্বুদ্ধ। তাই নেপোলিয়নের আক্রমণে জাতীয়তাবাদী ও দেশপ্রেমী সর্বস্তরের স্পেনবাসী গভীর আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে ফরাসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামে। ফলে ফরাসি বাহিনী বিপর্যয়ের মুখে পড়ে।

গেরিলা যুদ্ধ ঃ স্পেনের গেরিলা বাহিনী ফ্রান্সের সেনাদের ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে তাদের বিধ্বস্ত করে দিয়েছিল। ফলে ফরাসি সৈন্যরা খাদ্য, অস্ত্র সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থায় বাধা পায় এবং বিপদের মুখে পড়ে।

ইংল্যান্ডের সহায়তা ঃ স্পেন ইংল্যান্ডের কাছে সাহায্য প্রার্থনা করলে ১৩ হাজার সৈন্য, অর্থ ও অস্ত্র নিয়ে ব্রিটিশ সেনাপতি আর্থার ওয়েলেসলি স্পেনের পক্ষে যুদ্ধে যোগদান করেন। ফলে ফরাসি বাহিনী তীব্র সংকটের মুখে পড়ে।

জোসেফ বোনাপার্টের অযোগ্যতা ঃ ১৮০৮ খ্রিস্টাব্দে স্পেন জয় করে নেপোলিয়ন তাঁর ভ্রাতা জোসেফকে স্পেনের সিংহাসনে বসিয়েছিলেন। কিন্তু স্পেনের সমস্যা-সংকুল পরিস্থিতি সামাল দেওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা অপদার্থ জোসেফের ছিল না।

মূল্যায়ন ঃ নেপোলিয়নের সমস্ত যুদ্ধ কৌশল স্পেনীয় যুদ্ধে ব্যর্থ হয়। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে নেপোলিয়নের ব্যাপক সামরিক ক্ষতি হয় ও অর্থনৈতিক ক্ষতি হয়। শেষপর্যন্ত চূড়ান্ত যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হলে ১৮১৪ খ্রিস্টাব্দে ফরাসি বাহিনী স্পেন পরিত্যাগ করে। স্পেনের এই ঘটনাকে "স্পেনীয় ক্ষত" বলা হয়। নেপোলিয়ন নিজেই স্বীকার করেছিলেন, স্পেনীয় ক্ষতই তাঁকে ধ্বংস করেছে। 

আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post