হিটলার কেন পোল্যান্ড আক্রমণ করেছিল

হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ  /  হিটলার কেন পোল্যান্ড আক্রমণ করেছিল -

প্রথম বিশ্বযুদ্ধের পর বিভিন্ন কারণে জার্মানি পঙ্গু হয়ে পড়েছিল। জার্মানির এই সংকটময় পরিস্থিতিতে নাৎসি নেতা এডলফ হিটলার তাঁর বুদ্ধিমত্তা, কর্মনৈপুণ্য ইত্যাদির দ্বারা জার্মানবাসীর মন জয় করে ১৯৩৩ খ্রিস্টাব্দে জার্মানির শাসনক্ষমতা দখল করে সেখানে একটি একনাকতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন। ক্ষমতা লাভের পর তিনি বিভিন্ন সাম্রাজ্যবাদী অভিযানের দ্বারা বিশ্বশান্তি নষ্ট করেন। চেকোস্লোভাকিয়া অস্ট্রিয়া দখলের পর হিটলার পোল্যান্ডের দিকে তাঁর নজর ফেরান এবং পোল্যান্ড দখলের পরিকল্পনা করেন। তাঁর পোল্যান্ড আক্রমণের কারণগুলি ছিল -

পোল্যান্ডের ওপর জার্মানির ক্ষোভ ঃ বিভিন্ন কারণে হিটলার পোল্যান্ডের ওপর ক্ষুব্ধ ছিলেন। এই ক্ষোভের কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধির কিছু সিদ্ধান্ত। যেমন -

     (i) প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির প্রোজেন এবং পশ্চিম প্রাশিয়া অঞ্চল পোল্যান্ডের সাথে যুক্ত করা হয়।

     (ii) ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির ডানজিগ বন্দরটীকে 'উন্মুক্ত বন্দর' হিসাবে ঘোষণা করা হয়। এই বন্দরের অর্থনৈতিক নিয়ন্ত্রণ পোল্যান্ডের হাতে চলে যায়।

     (iii) 'পোলিশ করিডোর' নামক একটি সমুদ্রে যাতায়াতের রাস্তা জার্মানির ভিতর দিয়ে পোল্যান্ডকে দিয়ে দেওয়া হয়। ফলে জার্মানি অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতা বোধ করে।

হিটলারের দাবি ঃ ১৯৩৩ খ্রিস্টাব্দে জার্মানির ক্ষমতা লাভের পর হিটলার ডানজিগ বন্দর নিজের বলে দাবি করে। পাশাপাশি তিনি এটাও বলেন যে ডানজিগ বন্দরে যাতায়াতের জন্য পোল্যান্ডের মধ্যে দিয়ে একটি রাস্তা বা করিডোর (সড়ক অথবা রেলপথের মাধ্যমে) জার্মানির জন্য ছেড়ে দেওয়া হোক। কিন্তু হিটলারের এই দাবি পোল্যান্ড মানেনি।

রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি ঃ ১৯৩৯ সালের ২৩ আগস্ট জার্মানি ও রাশিয়ার মধ্যে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যেটি 'রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি' নামে পরিচিত। এই চুক্তির উদ্দেশ্য ছিল  পোল্যান্ডকে জার্মানি ও রাশিয়া নিজেদের মধ্যে ভাগ করে নেবে।

পোল্যান্ড আক্রমণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঃ পোল্যান্ড কর্তৃক হিটলারের দাবি নাকচ করা হলে হিটলার ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন। পোল্যান্ডের সমর্থনে ইঙ্গ-ফরাসি শক্তিজোট ১৯৩৯ সালের ৩ সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে।

মূল্যায়ন ঃ সবশেষে বলা যায় যে, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া ভার্সাই সন্ধির ফলে মিত্রশক্তির প্রতি জার্মানির ক্ষোভ বাড়তে থাকে। এরই প্রতিশোধ নিতে হিটলার একে একে অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া দখল করে এবং পোল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ।

আরও পড়ুন ঃ


Post a Comment

Previous Post Next Post