দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের দায়িত্ব -
হিটলারের আদর্শ ঃ হিটলার তাঁর আত্মজীবনী "Mein Kampf" (মেইন ক্যাম্ফ)- এ উগ্র জাতিতত্ত্ব, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদকে আদর্শ হিসাবে তুলে ধরেছেন। তাঁর এই আদর্শগুলিকে বাস্তবায়িত করতে গিয়েই তিনি একপ্রকার দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ডেকে এনেছিলেন।
রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি ঃ মার্কিন পররাষ্ট্রদপ্তর থেকে প্রকাশিত 'নাৎসি-সোভিয়েত রিলেশনস' গ্রন্থ থেকে জানা যায় যে, ১৯৩৯ খ্রিস্টাব্দে রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির উদ্দেশ্য ছিল জার্মানি পূর্বদিকের যুদ্ধ বন্ধ রাখবে এবং পশ্চিমদিকে বৃহত্তর যুদ্ধ চালাবে।
পূর্ব পরিকল্পনা ঃ বিভিন্ন ঐতিহাসিকদের মতে জার্মানি পূর্ব পরিকল্পনা করেই রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল। হিটলার তাঁর পূর্ব পরিকল্পনা মতেই একে একে অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া দখল করেন এবং পোল্যান্ড আক্রমণ করেন। যা একপ্রকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজানোর জন্য যথেষ্ট ছিল।
সবশেষে বলা যায় যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের কিছুটা দায় থাকলেও সমস্ত দায় তাঁর ওপরে চাপানো ঠিক নয়। কারণ এই যুদ্ধের জন্য হিটলারের কর্মকাণ্ড যতটা দায়ী ছিল ঠিক ততটাই দায়ী ছিল ইঙ্গ-ফরাসি তোষণ নীতি।
আরও পড়ুন ঃ