ফরাসি সমাজ ব্যবস্থায় যাজক সম্প্রদায় / প্রথম সম্প্রদায় -
১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ ব্যবস্থায় তিনটি শ্রেণির মানুষের বসবাস ছিল। এই তিনটি শ্রেণি হল - (i) যাজকদের নিয়ে গঠিত প্রথম সম্প্রদায় (ii) অভিজাতদের নিয়ে গঠিত দ্বিতীয় সম্প্রদায় এবং (iii) বুর্জোয়া, কৃষক, শ্রমিক, সর্বহারা ভবঘুরে বা সাঁকুলোৎ প্রমুখদের নিয়ে গঠিত তৃতীয় সম্প্রদায়। ফরাসি সমাজ ব্যবস্থায় যাজক সম্প্রদায় বা প্রথম সম্প্রদায় সম্পর্কে আলোচনা করা হল -
জনসংখ্যা ঃ ১৭৮৯ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফরাসি বিপ্লবের আগে যাজক সম্প্রদায়ের মানুষদের মোট জনসংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজার। যা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার ০.৫ শতাংশ। জনসংখ্যা খুব কম হলেও যাজকদের ক্ষমতা সমাজ তথা রাষ্ট্র সব জায়গাতেই প্রতাপশালী ছিল।
কৃষিজমির আয় ঃ ফ্রান্সের মোট কৃষিজমির ১/৫ অংশ ছিল যাজকদের অধীনস্থ গির্জাগুলির হাতে। এই জমির কোন কর তারা সরকারকে প্রদান করত না। 'কন্ট্রাক্ট অব পোইসি' নামের একটি চুক্তি অনুসারে যাজকরা রাজাকে একটি স্বেচ্ছাকর প্রদান করত। অর্থাৎ তাদের ইচ্ছানুসারে তারা রাজাকে কর দিত। গির্জার অধীনস্থ এইসব কৃষিজমি থেকে বছরে প্রায় ১৩ লক্ষ লিভর আয় হত। গির্জার এই বিপুল আয় যাজকরা ভোগ করত।
যাজকদের কর আদায় ঃ যাজক সম্প্রদায়ের লোকেরা সমাজের সাধারণ মানুষদের কাছ থেকে বিভিন্ন কর আদায় করত। যেমন - টাইদ বা ধর্মকর, বিবাহকর, মৃত্যুকর, ইত্যাদি।
যাজকদের শ্রেণিবিভাগ ঃ যাজক সম্প্রদায় দুটি শ্রেণিতে বিভক্ত ছিল। যথা -
(i) উচ্চ যাজক - বিশপ, ক্যানন, মঠাধ্যক্ষ প্রমুখদের নিয়ে গঠিত ছিল।
(ii) নিন্ম যাজক - গ্রামের দরিদ্র সাধারণ পাদরিদের নিয়ে গঠিত ছিল।
মূল্যায়ন ঃ সবশেষে বলা যায় যে, সমাজের উচ্চ শ্রেণির যাজকরা সুখ-স্বাচ্ছন্দে জীবন কাটালেও গ্রামের সাধারণ পাদরি নিন্ম শ্রেণির যাজকদের দারিদ্রের মধ্যেই দিন কাটত। এরফলে দুই শ্রেণির মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছিল। বলা যায়, ফরাসি বিপ্লবের প্রাথমিক বিপ্লবের সাফল্যের অন্যতম কারণ ছিল উচ্চ ও নিন্ম শ্রেণির যাজকদের মধ্যেকার বিবাদ।
আরও পড়ুন ঃ
➤ ফরাসি সমাজ ব্যবস্থায় অভিজাত শ্রেণির পরিচয় দাও