নেপোলিয়নের কনকর্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তি -
ফরাসি বিপ্লবের সময়কালে ১৭৯১ খ্রিস্টাব্দে বিপ্লবী সংবিধান দ্বারা ফরাসি গির্জার জাতীয়করণ করা হলে পোপ তথা ক্যাথলিক প্রজাদের সঙ্গে রাষ্ট্রের বিরোধ সৃষ্টি হয়। এই পরিস্থিতিতেই কনকর্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষরিত হয় -
কনকর্ডাট চুক্তি সম্পাদন ঃ ফ্রান্সের এই রকম পরিস্থিতিতে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট রাষ্ট্রের সঙ্গে পোপ ও ক্যাথলিক প্রজাদের বিরোধ মিটিয়ে নিতে উদ্যত হয়। এই জন্য নেপোলিয়ন খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপ সপ্তম পায়াস -এর সঙ্গে ১৮০১ খ্রিস্টাব্দে 'কনকর্ডাট' বা 'ধর্ম মীমাংসা' চুক্তি স্বাক্ষর করেন।
কনকর্ডাট চুক্তির বিষয়বস্তু ঃ কনকর্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তির মাধ্যমে স্থির হয় যে -
(i) পোপ ফরাসি গির্জা ও গির্জার সম্পত্তির জাতীয়করণ মেনে নেবে।
(ii) সরকার যাজকদের নিয়োগ করবে ও পোপ তাদের স্বীকৃতি দেবে।
(iii) সম্রাট রোমান ক্যাথলিক ধর্মমত ও গির্জাকে স্বীকৃতি দেবে।
(iv) রাষ্ট্র যাজকদের বেতন দেবে।
মূল্যায়ন ঃ কনকর্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তি ফরাসি রাষ্ট্র ও পোপ উভয়ের ক্ষেত্রেই সুবিধাজনক বলে প্রমাণিত হয়েছিল। এর ফলে একদিকে যেমন ফ্রান্সে ঐক্য ফিরে এসেছিল অন্যদিকে তেমনই নেপোলিয়ন ক্যাথলিকদের সমর্থন লাভে সচেষ্ট হয়েছিল। এই চুক্তির ফলে যাজক শ্রেণির ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি পায়।
আরও পড়ুন ঃ
১. ফ্রান্সের ইতিহাসে ৪ আগস্টের গুরুত্ব লেখ