অস্ট্রিয়ায় ফ্রেব্রুয়ারি বিপ্লবের প্রভাব -
১৮৪৮ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব শুরু হয়। শীঘ্রই এই বিপ্লব ইউরোপের অন্যান্য দেশেও খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল, যার প্রভাব অস্ট্রিয়াতেও পড়েছিল। নিন্মে অস্ট্রিয়ায় ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করা হল -
হাঙ্গেরিতে লুই কসুথ-এর আন্দোলন ঃ ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব চলাকালীন অস্ট্রিয়ার অধীনে থাকা হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা লুই কসুথ-এর নেতৃত্বে সেখানে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনের ফলে শেষপর্যন্ত হাঙ্গেরি স্বায়ত্তশাসন লাভ করেছিল।
বোহেমিয়ায় চেক জাতির আন্দোলন ঃ অস্ট্রিয়ার অন্তর্গত বোহেমিয়ায় সংখ্যাগুরু চেক জাতি জার্মানদের সমান নাগরিক অধিকার, প্রতিনিধি সভায় সমান প্রতিনিধিত্ব, চেক ভাষার মর্যাদা প্রভৃতির দাবিতে আন্দোলন করে। চেক জাতির এই আন্দোলন শেষ অবধি সফল হয়েছিল।
ভিয়েনায় আন্দোলন ঃ ১৮৪৮ খ্রিস্টাব্দের ১৩ মার্চ অস্ট্রিয়ার ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মেটারনিকের দমননীতির বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে। এই অবস্থায় নিরুপায় হয়ে মেটারনিক পদত্যাগ করে ইংল্যান্ডে পলায়ন করেন। এরফলে অস্ট্রিয়ার মেটারনিকতন্ত্রের পতন ঘটেছিল।
উদারতন্ত্র ঃ মেটারনিকের পতনের পর অস্ট্রিয়ার তৎকালীন সম্রাট প্রথম ফার্দিনান্দ বিপ্লবীদের দাবি অনুসারে দেশে উদারনৈতিক সংবিধান ও জাতীয়সভা গঠনের প্রতিশ্রুতি প্রদান করে।
মূল্যায়ন ঃ ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব অস্ট্রিয়ার পড়লে অস্ট্রিয়ার মেটারনিকের পতন ঘটে। এরফলে অস্ট্রিয়ার নতুন উদারতান্ত্রিক সংবিধানের প্রচলন ঘটে।