ফরাসি সমাজ ব্যবস্থায় অভিজাত সম্প্রদায়ের পরিচয় দাও

ফরাসি সমাজ ব্যবস্থায় অভিজাত সম্প্রদায় -

১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি সমাজ ব্যবস্থায় প্রধান তিনটি সম্প্রদায়ের অস্তিত্ব ছিল। যাদের মধ্যে অভিজাত সম্প্রদায়ের মানুষের নিয়ে গড়ে উঠেছিল দ্বিতীয় সম্প্রদায়। যাজক সম্প্রদায়ের মত অভিজাত সম্প্রদায়ও বিলাস বৈভবে তাদের দিন যাপন করত। নিন্মে ফরাসি সমাজ ব্যবস্থার অভিজাত সম্প্রদায় সম্পর্কে আলোচনা করা হল -

জনসংখ্যা ঃ ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে অভিজাত মানুষদের সংখ্যা ছিল প্রায় ৩ লক্ষ ৫০ হাজার। যা ছিল দেশের মোট জনসংখ্যার মাত্র ১.৫ শতাংশ। অভিজাতরা সংখ্যায় কম হলেও তারা ফরাসি সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় সীমাহীন ক্ষমতা, প্রভাব-প্রতিপত্তি ভোগ করত।

অভিজাতদের আয় ঃ ফ্রান্সের মোট কৃষিজমির ১/৩ অংশের মালিক ছিলেন অভিজাতরা। এই বিপুল কৃষিজমির মালিক হওয়া সত্ত্বেও তারা রাজাকে এই জমির জন্য কোন ভূমিকর দিত না। শুধু তাই নয় অভিজাতরা ভিটিংয়েমে বা ক্যাপিটেশন করও দিত না বরং তারা দরিদ্র সাধারণ প্রজাদের কাছ থেকে জরিমানা, বানালিতে, করভী-সহ বিভিন্ন ধরণের সামন্ত কর আদায় করত। এইভাবে ফরাসি সমাজের অভিজাত সম্প্রদায় বিপুল অর্থ আয় করত।


প্রতিপত্তি ঃ যাজক সম্প্রদায়ের মতো অভিজাত সম্প্রদায়ের মানুষরাও সীমাহীন ক্ষমতা, প্রভাব-প্রতিপত্তির অধিকারী ছিল। রাজদরবার থেকে তারা বিভিন্ন পুরস্কার, ভাতা-সহ অন্যান্য নানা সুযোগ সুবিধা আদায় করত। অভিজাতরা রাজার বিচার বিভাগ, প্রশাসনের উচ্চপদ এবং সরকারি চাকরির নিয়োগে একচেটিয়া অধিকার ভোগ করত। 

মূল্যায়ন ঃ অভিজাতরা বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ ব্যবস্থায় দরবারি ও পোশাকি -এই দুটি গোষ্ঠীতে বিভক্ত ছিল এবং যাজক সম্প্রদায়ে যেমন উচ্চ ও নিন্ম শ্রেণির যাজকদের মধ্যে বিরোধ ছিল তেমনই অভিজাতদের এই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ ছিল।

আরও পড়ুন ঃ


Post a Comment

Previous Post Next Post