প্রিয় ছাত্রছাত্রী, আজা আমি তোমাদের সাথে আলোচনা করবো "নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য" সম্পর্কে। প্রাচীন যুগের ইতিহাস জানার ক্ষেত্রে আমাদের নব্যপ্রস্তর যুগ বিশেষ গুরুত্বপূর্ণ।
নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য -
নব্যপ্রস্তর যুগ ছিল পৃথিবীর প্রাচীন যুগের ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়। প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগের তুলনায় এই যুগের মানুষের জীবনযাত্রার মধ্যে ব্যাপক পরিবর্তন দেখা যায়। নিন্মে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য তুলে ধরা হল
উন্নত হাতিয়ারের ব্যবহার ঃ নব্যপ্রস্তর যুগের মানুষেরা পূর্বের দুই প্রস্তর যুগের তুলনায় উন্নত ও মসৃণ হাতিয়ার ব্যবহার করত। এই সময় মানুষ বর্তমানের মত কিছু হাতিয়ার ব্যবহার করত। এগুলি হল - বাটালি, হাতুড়ি, কাস্তে ইত্যাদি। নব্যপ্রস্তর যুগের সময়কাল থেকেই মানুষ নিত্য প্রয়োজনীয় হাতিয়ারের ব্যবহার আগের তুলনায় অনেকাংশে বৃদ্ধি করেছিল।
কৃষির উন্নতি ঃ নব্যপ্রস্তর যুগ থেকে নতুন ধরণের কৃষি পদ্ধতির আবিষ্কার ঘটে। এই সময় মানুষ নতুন ধরণের যন্ত্রপাতির আবিষ্কার করে। নব্যপ্রস্তর যুগে মানুষ জঙ্গল পরিষ্কার করে কৃষির মাধ্যমে খাদ্য উৎপাদন শুরু করে।
পশুপালন ঃ নব্যপ্রস্তর যুগে মানুষ পশুকে পোষ মানিয়েছিল। যার উদ্দেশ্য ছিল পশুশক্তির সাহায্যে কৃষি উৎপাদন করা। পশুপালনের মাধ্যমে মাংস, দুধ ইত্যাদি উৎপাদন করতে শিখল এবং যাতায়াতের জন্য হাতি, মহিষ প্রভৃতি পশুকে এই সময় পোষ মানানো হয়েছিল।
গৃহনির্মাণ ঃ প্রাচীন প্রস্তর এবং মধ্যপ্রস্তর যুগে মানুষ যাযাবর জীবনযাপন করত কিন্তু নব্যপ্রস্তর যুগে মানুষ যাযাবর জীবন থেকে বেরিয়ে আসে। এই সময় থেকেই তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। বসবাসের জন্য তারা নিজেদের গৃহনির্মাণ শিখেছিল এবং এইভাবে ধীরে ধীরে গ্রাম গড়ে ওঠে।
প্রযুক্তির বিকাশ ঃ নব্যপ্রস্তর যুগে মানুষ আগুনের নানা ব্যবহার শেখে। নব্যপ্রস্তর যুগে মানুষ কুমোরের চাকা আবিষ্কার করেছিল ফলে মৃৎশিল্পের অগ্রগতি ঘটে। পাশাপাশি সুতো তৈরির পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল ফলে বস্ত্রশিল্পেরও অগ্রগতি ঘটে। এই যুগে মানুষ নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে চাষের জন্য লাঙল, জলপথে যাতায়াতের সুবিধার জন্য নৌকা প্রভৃতির নির্মাণ কাজ শিখেছিল।
মূল্যায়ন ঃ সবশেষে বলা যায় যে, প্রাচীন প্রস্তর ও মধ্যপ্রস্তর যুগের তুলনায় নব্যপ্রস্তর যুগ অনেকাংশে উন্নত ছিল। এই যুগের কৃষি, পশুপালন ও প্রযুক্তির উন্নতির ফলে মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটেছিল। যা উন্নত সভ্যতার পরিচায়ক।