জ্যাকোবিন শাসনের পরিচয় দাও

প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব "জ্যাকোবিন শাসনের পরিচয় দাও, জ্যাকোবিন শাসন, জেকোবিন কি, জেকোবিন শাসন কী ছিল, জ্যাকোবিন দলের নেতা কে ছিলেন, জ্যাকোবিন ক্লাব, জেকোবিন কি," -এই বিষয়টি সম্পর্কে।

জ্যাকোবিন শাসনের পরিচয় -

ফরাসি বিপ্লবের সময় জ্যাকোবিন দল উগ্র বামপন্থী রাজনৈতিক দল। জ্যাকোবিন দলের নেতৃবৃন্দের মধ্যে অন্যতম ছিল রোবসপিয়ার, দাঁতোঁ, ম্যারাট প্রমুখ। নিন্মে এই দলের আদর্শ, জনকল্যাণমূলক কাজগুলি উল্লেখ করা হল।

জ্যাকোবিন দলের আদর্শ ঃ সম্পত্তির ভিত্তিতে নাগরিকদের ভোটাধিকারের বিরোধিতা করেছিল জ্যাকোবিন দল। এই দলের মূল লক্ষ্য ছিল দেশে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্র স্থাপন করা। রুশোর আদর্শে জ্যাকোবিনরা বিশ্বাসী ছিল। সমাজে দরিদ্র শ্রেণির মানুষের মধ্যে এই দলের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল। 

জিরন্ডিস্টদের বিতাড়ন ঃ প্যারিসের সর্বহারা জনতার সহায়তায় জ্যাকোবিনরা আইনসভা থেকে জিরন্ডিস্টদের বিতাড়িত করেছিল। এর ফলে শাসনব্যবস্থায় রাজতন্ত্রের অবসান ঘটে এবং জ্যাকোবিনদের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়।

সন্ত্রাসের শাসন ঃ ফ্রান্সের সংকটময় পরিস্থিতিতে জ্যাকোবিন দল সন্ত্রাসের শাসন শুরু করে। বিপ্লবী ফ্রান্সকে রক্ষার নামে জ্যাকোবিনরা এই সময় বহু সাধারণ মানুষকে হত্যা করেছিল। ফ্রান্সের রাজপরিবারের প্রায় সকল সদস্যকে তারা গিলোটিনে হত্যা করে। এপ্রসঙ্গে জ্যাকোবিন নেতা হিবার্ট বলেছিলেন, দেশের নিরাপত্তার প্রয়োজনে সকলকে হত্যা করতে হবে। যে তিনটি সংস্থার সাহায্যে জ্যাকোবিনরা দেশে স্বেচ্ছাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল তা হল - (i) জ্যাকোবিন ক্লাব (ii) বিপ্লবী কমিউন এবং (iii) কনভেনশন কমিটি।

জনকল্যাণমূলক কাজকর্ম ঃ ফ্রান্সে যখন সন্ত্রাসের শাসন শুরু হয়েছিল তখন জ্যাকোবিন দল বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছিল। সেগুলি হল -

     (i) এই সময় দাস প্রথার অবসান ঘটানো হয়।

     (ii) মজুতদারি বন্ধ করার উদ্দেশ্যে জ্যাকোবিনরা বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছিল।

     (iii) নিত্যপ্রয়োজনীয় জিনিস-পত্রের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া হয়।

     (iv) মজুরির সর্বনিন্ম হার নির্ধারণ করে দেওয়া হয়।

     (v) অভিজাত শ্রেণির জমি বাজেয়াপ্ত করে কৃষকদের বণ্টন করা হয়।

     (vi) খ্রিস্টান বর্ষপঞ্জি বাতিল করে 'প্রজাতান্ত্রিক বর্ষপঞ্জি' চালু করা হয়।

     (vii) অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু করা হয়।

মূল্যায়ন ঃ ফরাসি বিপ্লবের সময় দীর্ঘ তেরো মাস ধরে জ্যাকোবিনরা শাসন করেছিল। এই সময় জ্যাকোবিনরা অহেতুক ভীতি প্রদর্শন, হত্যাকাণ্ড ইত্যাদি চালায়। তাই ফ্রান্সের ইতিহাসে এই শাসন 'সন্ত্রাসের রাজত্ব' নামে পরিচিত। অবশেষে ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই জাতীয় সভার আতঙ্কিত সদস্যরা রোবসপিয়ারকে মৃত্যুদণ্ড দিলে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে।

আরও পড়ুন ঃ


Post a Comment

Previous Post Next Post