মন্তেস্কু -
অষ্টাদশ শতকের একজন বিখ্যাত ফরাসি সমাজতত্ত্ববিদ ও রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন মন্তেস্কু। মন্তেস্কু তাঁর জীবনে সমাজ সম্পর্কে যেসব গ্রন্থ লিখেছেন এবং রাষ্ট্র সম্পর্কে যেসব রচনাবলী লিখেছেন সেগুলি ১৭৮৯ খ্রিস্টাব্দের ফরাসি পুঁজিবাদী বিপ্লবের পথকে সুগম করেছিল। মন্তেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণনীতির সমর্থক ছিলেন। জন্মসূত্রে তিনি ছিলেন একজন পোশাকি অভিজাত। একাধারে মন্তেস্কু আইনজীবী ও বিচারকের পেশার সঙ্গে নিযুক্ত ছিলেন। ইংল্যান্ডের শাসনব্যবস্থাকেই তিনি শ্রেষ্ঠ শাসনব্যবস্থা বলে মনে করতেন। এই মন্তব্যের কারণ হিসাবে তিনি বলেছেন, ইংল্যান্ড ব্যক্তি স্বাধীনতার মর্যাদা দেয়, রাজক্ষমতাকে সীমাবদ্ধ করে এবং রাজতন্ত্রকে সাংবিধানিক চেহারার রূপ প্রদান করে। মন্তেস্কুর স্বাধীন মননের শ্রেষ্ঠ ফসল ছিল ‘The Spirit of Laws’। এই গ্রন্থে তিনি নিরঙ্কুশ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনার সুর চড়িয়েছেন। মন্তেস্কুর অপর একটি উল্লেখযোগ্য গ্রন্থ হল ‘The Parsian letters’, যেখানে তিনি ফরাসি অভিজাত সমাজব্যবস্থা ও পুরাতনতন্ত্র সমাজ ব্যবস্থার বহু ত্রুটি তুলে ধরেছেন। ফরাসি জনসাধারণের মনে তাঁর এই নিয়মতান্ত্রিক ও ব্যক্তিস্বাধীনতার তত্ত্বগুলি একটি গভীর আলোড়নের সৃষ্টি করেছিল। কিন্তু মন্তেস্কুর সমস্ত চিন্তাধারাগুলিকে সম্পূর্ণ বৈপ্লবিক বলা চলে না, কারণ সামাজিক দিক থেকে বিচার করলে সেগুলি সমাজতান্ত্রিক ছিল না। মন্তেস্কু তাঁর লেখাতে কখনো চার্চ ও অভিজাতদের বিশেষ ক্ষমতা এবং অধিকারের বিলোপের কথা বলেননি, তার কারণ হয়ত ছিল তিনি একজন পোশাকি অভিজাত ছিলেন।