নেপোলিয়নের শিক্ষা সংস্কার -
ফ্রান্সের সম্রাট হিসাবে নেপোলিয়ন অভ্যন্তরীণ ক্ষেত্রে বিভিন্ন সংস্কার প্রবর্তন করেছিলেন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল শিক্ষা সংস্কার। নেপোলিয়নের শিক্ষা সংস্কারের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের প্রতি অনুগত নাগরিক গড়ে তোলা। এছাড়া তিনি ফ্রান্সের ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার প্রচলন করতে চেয়েছিলেন। নিন্মে নেপোলিয়নের শিক্ষা সংস্কার সম্পর্কে আলোচনা করা হল -
বিদ্যালয় স্থাপন ঃ প্রতিটি কমিউন বা পৌরসভায় নেপোলিয়ন একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন। এছাড়া তিনি প্রচুর মাধ্যমিক, ফলিতবিজ্ঞান, চিকিৎসা, কারিগরি, আইন ইত্যাদি বিষয়ের ওপর বিদ্যালয় স্থাপন করেছিলেন।
বিশ্ববিদ্যালয় স্থাপন ঃ নেপোলিয়ন ১৮০৮ খ্রিস্টাব্দে 'ইম্পিরিয়াল ইউনিভার্সিটি অব ফ্রান্স' গঠন করেছিলেন। যার উদ্দেশ্য ছিল সমগ্র ফ্রান্সে একই রকম শিক্ষা পদ্ধতি প্রচলন।
লাইসি স্থাপন ঃ সামরিক শিক্ষাদানের জন্য নেপোলিয়ন ২৯ টি লাইসি বা সরকারি আবাসিক বিদ্যালয় স্থাপন করেছিলেন।
শিক্ষা ব্যবস্থার ত্রুটি ঃ নেপোলিয়নের শিক্ষা সংস্কারের ত্রুটিগুলি হল -
(i) নেপোলিয়ন নারীদের শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেননি। কারণ তিনি মনে করতেন নারীরা শুধুমাত্র গৃহবধু আর মা হিসাবেই পরিচিতি লাভ করুক।
(ii) নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে শিক্ষা ব্যবস্থা চালু করার কথা বললেও তাঁর শিক্ষা ব্যবস্থার দ্বারা শুধুমাত্র উচ্চ ও মধ্যবিত্তরাই লাভবান হয়েছিল। সমাজের সাধারণ মানুষের মধ্যে এর কোন প্রভাব পড়েনি।
(iii) নেপোলিয়ন প্রাথমিক শিক্ষাকে গির্জার দায়িত্বে রেখেছিলেন।
(iv) নেপোলিয়ন শিক্ষার উৎসাহ দিয়েছিলেন ঠিকই কিন্তু মতপ্রকাশের অধিকার দেননি। তিনি সংবাদপত্র ও মতপ্রকাশের অধিকার রোধ করেছিলেন। নাটক ও নাট্যশালার ওপর তিনি নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
(v) ছাত্ররা যাতে রাষ্ট্র ও সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে তার জন্য তিনি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পাঠ্যসূচীতে পরিবর্তন আনেন।
মূল্যায়ন ঃ নেপোলিয়ন ফ্রান্সে শিক্ষার প্রসার ঘটালেও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তিনি রাষ্ট্রীয় নিয়ন্ত্রনে রাখেন। তাঁর উদ্দেশ্য ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতীয়তাবাদী ভাবধারার বিস্তার ঘটিয়ে ঐক্যবদ্ধ ফ্রান্স গঠন করা।