নতুন ফরাসি সংবিধান সম্পর্কে আলোচনা করো

নতুন ফরাসি সংবিধান -

রোবসপিয়ারের মৃত্যুর পর জ্যাকোবিনদের পতন ঘটলে জিরন্ডিস্ট ও মধ্যপন্থী দল ফ্রান্সের ক্ষমতা লাভ করে। ফলে ফরাসি শাসনতন্ত্রে বুর্জোয়া ও মধ্যবিত্তদের ক্ষমতা স্থাপিত হয়। ১৭৯৩ খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার তৃতীয় বর্ষে ১৭৯৫ খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান চালু হয়। এই সংবিধানকে 'তৃতীয় বর্ষের সংবিধান' বলা হয়। নিম্নে ফ্রান্সের এই নতুন সংবিধান সম্পর্কে আলোচনা করা হল -

প্রতিবিপ্লব ঃ ফ্রান্সে জিরন্ডিস্টদের শাসনকালে প্রতিবিপ্লব প্রকান্ড আকার ধারণ করে। রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুর পর তার ভ্রাতা অষ্টাদশ লুই ভেরোনা থেকে এক ঘোষণাপত্রের মাধ্যমে ফ্রান্সে আগেরমত রাজতন্ত্র ও পুরাতনতন্ত্র ফিরিয়ে আনার ঘোষণা করেন। 

নতুন সংবিধান প্রণয়ন ঃ ফ্রান্সে আবার পূর্বেকার রাজতন্ত্র ফিরে আসার সম্ভাবনা এড়াতে ১৭৯৫ খ্রিস্টাব্দে  জাতীয় কনভেনশন দ্রুত একটি সংবিধান চালু করে। এই সংবিধান রচনা করেছিলেন বুর্জোয়া শ্রেণির মুখপাত্র বয়েসি দ্য অ্যাংলাস। 

সাংবিধানিক পদক্ষেপ ঃ ১৭৯৫ খ্রিস্টাব্দে রচিত ফ্রান্সের নতুন সংবিধানে -

     (i) সর্বসাধারণের ভোটাধিকারের পরিবর্তে সম্পত্তির ভিত্তিতে ভোটদানের অধিকার স্বীকার করা হয়।

     (ii) নাগরিকদের অধিকার ঘোষণার পাশাপাশি তাদের কর্তব্যের ঘোষণা করা হয়।

     (iii) ফ্রান্সে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয়। একটি হল বর্ষীয়ানদের সভা এবং অপরটি হল পাঁচশতের পরিষদ।

     (iv) শাসনকার্য পরিচালনার জন্য একটি 'ডাইরেক্টরি' প্রতিষ্ঠার কথা বলা হয়। এর সদস্য সংখ্যা হবে ৫ জন এবং এদের কার্যকালের মেয়াদ হবে ৫ বছর।

বিদ্রোহ প্রতিরোধ ঃ ১৭৯৫ খ্রিস্টাব্দে জাতীয় কনভেনশন দ্বারা রচিত নতুন ফরাসি সংবিধান রাজতন্ত্রী, অভিজাত, জাতীয় রক্ষাবাহিনী, প্যারিসের জনতা সকলকেই অসন্তুষ্ট করেছিল। অসন্তুষ্ট জনতা জাতীয় কনভেনশনের অধিবেশনে অভিযান চালালে সেনাপতি নেপোলিয়ন সহজেই বিদ্রোহ দমন করেছিলেন। ফলে বুর্জোয়া শ্রেণি এবং মধ্যবিত্ত শ্রেণি পুনরায় ফ্রান্সের ক্ষমতা লাভ করে।

মূল্যায়ন ঃ ১৭৯৩ খ্রিস্টাব্দের সংবিধানের চেয়ে ১৭৯৫ খ্রিস্টাব্দের সংবিধান রক্ষণশীল ছিল। ১৭৯৫ খ্রিস্টাব্দের এই সংবিধানে কেন্দ্রীয় শক্তির বৃদ্ধি হয় এবং ফ্রান্সের সংবাদপত্রের স্বাধীনতা হ্রাস পায়। 

আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post