অর্ডারস ইন কাউন্সিল কি

অর্ডারস ইন কাউন্সিল -

১৮০৬ খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি জারি কে ফরাসি সম্রাট নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেছিলেন। মহাদেশীয় ব্যবস্থার বিরুদ্ধে ইংল্যান্ডও ১৮০৭ খ্রিস্টাব্দে ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে "অর্ডারস-ইন-কাউন্সিল" নামে পাল্টা একটি অবরোধ ব্যবস্থা জারি করেছিল। ইংল্যান্ডের এই ঘোষণাপত্রে বলা হয় যে -

জাহাজ বাজেয়াপ্ত ঃ বার্লিন ডিক্রি জারি করে নেপোলিয়ন ইউরোপের বিভিন্ন বন্দরে ব্রিটিশ পণ্যের জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। অর্ডারস ইন কাউন্সিল জারি করে ইংল্যান্ড ঘোষণা করেছিল, যে সমস্ত দেশের বন্দরে ব্রিটিশ বাণিজ্য বন্ধ করা হয়েছে ইংল্যান্ড সেই সব দেশের বাণিজ্যরত জাহাজগুলিকে বাজেয়াপ্ত করবে। 

ইংল্যান্ডের অনুমোদন ঃ কোন নিরপেক্ষ দেশ যদি ফ্রান্স অথবা তার মিত্র দেশগুলিতে কোন জাহাজ পাঠাতে চায় তাহলে তাকে সবার আগে ইংল্যান্ডের বন্দরে পৌঁছে অনুমোদন নিতে হবে। ইংল্যান্ডের বন্দরে এসে নিরপেক্ষ দেশের জাহাজগুলি শুল্ক বাবদ অর্থ দিয়ে লাইসেন্স বা আগাম অনুমতি নিয়ে ফ্রান্সে প্রবেশ করতে পারবে।

ডেনমার্কের নৌবহর ধ্বংস ঃ ব্রিটিশ বিদেশমন্ত্রী ক্যানিং আশঙ্কা করেছিলেন যে, ফ্রান্স ডেনমার্কের শক্তিশালী নৌবহর দখল করে নৌশক্তি বাড়িয়ে ইংল্যান্ডের অবরোধ ব্যবস্থা ভেঙে দিতে পারে। সেজন্য ইংল্যান্ড আগে থেকেই ডেনমার্কের নৌবহর ধ্বংস করে দিয়েছিল।

মূল্যায়ন ঃ যথেষ্ট নৌশক্তি না থাকায় ফ্রান্সের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বাস্তবায়িত হয়নি। কিন্তু ইংল্যান্ড তার শক্তিশালী নৌবহরকে কাজে লাগিয়ে ফ্রান্সের বিরুদ্ধে "অর্ডারস ইন কাউন্সিল" জারি করে তা বাস্তবায়িত করতে সক্ষম হয়েছিল। তাই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়ন শুরু করলেও চূড়ান্ত জয় ইংল্যান্ডেরই হয়।

আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post