গুপ্ত রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল সে সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকদের মতামত


শ্রীগুপ্তের হাত ধরে গুপ্ত সাম্রাজ্যের সূচনা হয়েছিল। এটি ছিল ভারতের ইতিহাসের একটি গৌরবময় যুগ। এমন গৌরবময় যুগ সৃষ্টি করেছিল যারা, তারা কোথা থেকে উঠে আসে বা তাদের আদি বাসস্থান কোথায় ছিল তা নিয়ে পণ্ডিতমহলে বিতর্ক আছে। কারণ প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে গুপ্তযুগের যেসব ঐতিহাসিক উপাদান পাওয়া গেছে, তা থেকে গুপ্তরা কোথা থেকে উঠে আসে বা গুপ্তদের আদি বাসস্থান কোথায় ছিল সেসম্পর্কে কোন সম্যক ধারণা লাভ করা যায় না। তবে বিভিন্ন ঐতিহাসিকদের দেওয়া তথ্য অনুযায়ী গুপ্তদের আদি বাসস্থান সম্পর্কে যেসমস্ত মতামত উঠে আসে সেগুলি হল -


(i) ঐতিহাসিক ডি সি গাঙ্গুলির মত  ঃ  ঐতিহাসিক ডি সি গাঙ্গুলির মতে বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ছিল গুপ্তদের আদি বাসভূমি। এই বক্তব্যের সমর্থনে তিনি ই-সিং এর লেখায় প্রাপ্ত মিলিকায়া-সিকিয়া-পো-নো বলতে মৃগশিখাবন -কে বুঝিয়েছেন। যেটি মুর্শিদাবাদে অবস্থিত ছিল।

(ii) ঐতিহাসিক অ্যালেন এবং স্মিথ-এর মতামত  ঃ গুপ্তরা মগধের পাটলিপুত্রের কাছে একটি ক্ষুদ্র রাজ্য গড়ে তুলেছিল - এই মত সমর্থন করেছিলেন ঐতিহাসিক স্মিথ ও অ্যালেন। চিনা পর্যটক ই-সিং -এর লেখা থেকে জানা যায়, রাজা চি-লি-কি-টো অর্থাৎ শ্রীগুপ্ত মিলিকিয়া-সিকিয়া-পো-নো নামক স্থানে চিনা পর্যটকদের জন্য একটি মন্দির নির্মাণ করেছিলেন। ঐতিহাসিক অ্যালেন ও স্মিথ এই তথ্যকে গুরুত্ব দিয়েছেন, যার ভিত্তিতে অনেকেই মনে করেন, গুপ্তদের আদি বাসস্থান ছিল বর্তমান উত্তরপ্রদেশ।


(iii) ঐতিহাসিক জয়সওয়াল-এর মত
 ঃ 
ঐতিহাসিক জয়সওয়াল-এর মতে, গুপ্তরা ছিল নাগ রাজাদের সামন্ত। আর শুরুতে তাদের বাসস্থান ছিল এলাহাবাদ। ক্রমে তারা সারা ভারত জুড়ে রাজত্ব স্থাপন করেছিল।

(iv) মগধ ছিল গুপ্তদের আদি বাসস্থান  ঃ  বেশিরভাগ ঐতিহাসিকের মতে, গুপ্তদের আদি বাসস্থান ছিল মগধ। গুপ্তদের আদি বাসস্থান ছিল মগধ, এই মতকে সমর্থন করেছিলেন ঐতিহাসিক আলতেকার।


     (a) ঐতিহাসিক সুধাকর চট্টোপাধ্যায়
বায়ুপুরাণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মগধকে গুপ্তদের আদি বাসভূমি বলে দাবি করেছেন।

    (b) মগধ ছিল গুপ্তদের আদি বাসস্থান, এই মতকে সমর্থনকারী অপর দুজন ঐতিহাসিক ছিলেন ঐতিহাসিক মজুমদার এবং ঐতিহাসিক রায়চৌধুরী। তবে গুপ্তদের আদি বাসস্থান কোথায় ছিল সেব্যাপারে পরিষ্কার করে কিছু বলা যায় না । কারণ ইতিহাস গঠিত হয় কিছুটা সত্য, কিছুটা লোককথা, কিছুটা ধারণা আর কিছুটা অতিরঞ্জিত বিষয় এবং অন্যান্য আরও নানা কিছু নিয়ে। 

Post a Comment

Previous Post Next Post