ভিয়েনা সম্মেলনে গৃহীত ক্ষতিপূরণ নীতি সম্পর্কে আলোচনা করো

ভিয়েনা সম্মেলনে গৃহীত ক্ষতিপূরণ নীতি -

১৮১৫ খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলনে যে তিনটি মূল নীতি গৃহীত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল "ক্ষতিপূরণ নীতি" (Principle of Compensation). নিন্মে ক্ষতিপূরণ নীতি সম্পর্কে আলোচনা করা হল -

ক্ষতিপূরণ নীতির অর্থ ঃ অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড ও সুইডেন প্রভৃতি দেশ নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। এই ক্ষতিপূরণের উদ্দেশ্যে এই দেশগুলি ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ নীতির মাধ্যমে বিভিন্ন ভূখণ্ড নিজেদের মধ্যে ভাগ করে নেয়।

গৃহীত পদক্ষেপ ঃ ক্ষতিপূরণ নীতির দ্বারা অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড ও সুইডেন বিভিন্ন ভূখণ্ড লাভ করে। যেমন -

    (i) অস্ট্রিয়া ঃ অস্ট্রিয়া উত্তর ইতালির লম্বার্ডি ও ভিনিশা, টাইরল, সাল্জবার্গ ও ইলিরিয়া অঞ্চল এবং পোল্যান্ডের কিছু অংশ লাভ করে। অস্ট্রিয়ার হ্যাপসবার্গ বংশ মধ্য ইতালির পার্মা, মডেনা ও টাস্কানিতে আধিপত্য স্থাপন করে।

     (ii) রাশিয়া ঃ পোল্যান্ডের বেশিরভাগ অংশ, ফিনল্যান্ড ও তুরস্কের বেসারেবিয়া অঞ্চল রাশিয়া দখল করে।

     (iii) প্রাশিয়া ঃ প্রাশিয়া লাভ করে স্যাক্সনির উত্তরাংশ, পশ্চিম পোমেরেনিয়া, পোজেন, থর্ন, ডানজিগ ও রাইন অঞ্চল। 

     (iv) ইংল্যান্ড ঃ ভূমধ্যসাগরের মাল্টা, আয়নীয় দ্বীপপুঞ্জ, হেলিগোল্যান্ড, কেপ কলোনি, ত্রিনিদাদ, মরিশাস ও সিংহল ইত্যাদি অঞ্চল লাভ করে ইংল্যান্ড। 

     (v) সুইডেন ঃ পশ্চিম পোমেরেনিয়া বাদে বাকি নরওয়ে দেশটা সুইডেনের দখলে চলে যায়।

মূল্যায়ন ঃ ভিয়েনা সম্মেলনের নেতৃবৃন্দরা নিজেদের স্বার্থে ক্ষতিপূরণ নীতি ব্যবহার করেছিল। প্রকৃতপক্ষে ভিয়েনা সম্মেলন কোন সম্মেলনই ছিল না, এটি ছিল পাঁচটি বৃহৎ শক্তির বিদেশমন্ত্রীর সম্মেলন, যেখানে তারা নিজেদের লাভের জন্য একত্রিত হয়েছিল।

আরও পড়ুন ঃ

Post a Comment

Previous Post Next Post