ট্রাফালগারের নৌযুদ্ধের গুরুত্ব -
১৮০৫ খ্রিস্টাব্দের ২১ অক্টোবর ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ ইংল্যান্ড জয়ী হয়। ইংরেজ নৌ-সেনাপতি নেলসন ফরাসি নৌ-সেনাপতি ভিলেনউড-কে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন। নিন্মে ট্রাফালগারের নৌযুদ্ধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হল -
ব্রিটিশ নৌবহরের শ্রেষ্ঠত্ব ঃ ট্রাফালগারের নৌযুদ্ধ ব্রিটিশ নৌবাহিনী ফ্রান্স ও স্পেনের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছিল। এর থেকে এটা প্রমাণ হয় যে, ফ্রান্সের তুলনায় ব্রিটিশ নৌবাহিনী অনেক বেশি শক্তিশালী ছিল।
নেপোলিয়নের স্বপ্নভঙ্গ ঃ ট্রাফালগারের নৌযুদ্ধে পরাজয়ের ফলে সাম্রাজ্যলোভী ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট যে সুবিশাল ফরাসি সাম্রাজ্যের স্বপ্ন দেখেছিলেন তার বিনাশ ঘটে। তিনি চেয়েছিলেন ইংল্যান্ডকে বিভিন্ন দিক থেকে পদানত করে ফ্রান্সের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার। কিন্তু এই যুদ্ধে পরাজয়ের ফলে নেপোলিয়নের এই স্বপ্নও ভঙ্গ হয়েছিল।
ফরাসি নৌবহর ধ্বংস ঃ ট্রাফালগারের নৌযুদ্ধ ব্রিটিশ নৌবাহিনী ফরাসি নৌবহর সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। যাতে ভবিষ্যতে ফ্রান্সের পক্ষে ইংল্যান্ডকে প্রতিহত করার কোন সম্ভাবনা না তৈরি হয়। ফ্রান্সের পাশাপাশি এই যুদ্ধে স্পেনের নৌবহরও ধ্বংস করেছিল ব্রিটিশ নৌবাহিনী।
নেপোলিয়নের মর্যাদা হ্রাস ঃ ট্রাফালগারের যুদ্ধে পরাজয়ের ফলে ফ্রান্স তথা গোটা ইউরোপে নেপোলিয়নের মর্যাদাহানি ঘটেছিল। ইতিপূর্বে গোটা ইউরোপে নেপোলিয়নের যে অপরাজেয় মনোভাব গড়ে উঠেছিল, এই যুদ্ধে পরাজয়ের ফলে তা নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়। বলা যায় এই যুদ্ধে পরাজয়ের মধ্যে দিয়েই নেপোলিয়নের পতনের সূত্রপাত ঘটে।
আরও পড়ুন ঃ