বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো

প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব "বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো" -এই প্রশ্নটি। এই প্রশ্নটির অথবা রূপটি হল "বিপ্লবের আগে ফ্রান্সের বৈষম্যমূলক করব্যবস্থার পরিচয় দাও"। 


বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের বৈষম্যমূলক করব্যবস্থা -

১৭৮৯ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব পূর্ববর্তী সমাজকে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে 'ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' বলে আখ্যায়িত করেছেন। অ্যাডাম স্মিথের ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলার পিছনে অন্যতম কারণ ছিল ফ্রান্সের বৈষম্যমূলক ও বিভ্রান্তিকর করব্যবস্থা। কেন না, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের করব্যবস্থায় 'অধিকারভোগী' যাজক ও অভিজাত সম্প্রদায় এবং 'অধিকারহীন' তৃতীয় সম্প্রদায়ের কৃষকদের জন্য পৃথক নীতি ছিল। 

অধিকারভোগী শ্রেণি ঃ ফ্রান্সের কৃষিজমির প্রায় অর্ধেক অংশ ছিল 'অধিকারভোগী' যাজক ও অভিজাত সম্প্রদায়ের হাতে। এই বিপুল পরিমাণ জমির কর তারা সরকারকে প্রদান করতে বাধ্য ছিল না। কিন্তু তারা রাষ্ট্রের বিশেষ সুযোগ সুবিধা ভোগ করত, যার জন্যও তারা সরকারকে কোন কর দিত না। ফলে সমস্ত করের বোঝা সাধারণ মধ্যবিত্ত, দরিদ্র, সাঁকুলোৎদের নিয়ে গঠিত তৃতীয় শ্রেণির ওপর পড়েছিল। 

অধিকারহীন শ্রেণি ঃ অধিকারভোগী সম্প্রদায় কর প্রদান থেকে নিষ্কৃতি পাওয়ায় সমস্ত করের বোঝা অধিকারহীন দরিদ্র কৃষক সম্প্রদায়ের বহন করতে হত। এপ্রসঙ্গে ঐতিহাসিক লাব্রুজ মন্তব্য করেছেন যে, অষ্টাদশ শতকের ফ্রান্সের কৃষক সম্প্রদায় ছিল সবচেয়ে শোষিত শ্রেণি। কারণ দেশের ৯৬ শতাংশ কর তৃতীয় সম্প্রদায়কেই দিতে হত।

বিভিন্ন প্রকার কর ঃ ফ্রান্সের গির্জা এবং সামন্তপ্রভুরা তৃতীয় শ্রেণির কাছ থেকে বিভিন্ন ধরণের কর আদায় করত। যেমন - 

     (i) টাইলে বা ভূমিকর

     (ii) ক্যাপিটেশন বা উৎপাদন কর

     (iii) গ্যাবেলা বা লবণ কর

     (iv) ভিটিংয়েমে বা আয়কর

     (v) টাইদ বা ধর্মকর

     (vi) করভি বা বাধ্যতামূলক বেগার শ্রমদান ইত্যাদি।

মূল্যায়ন ঃ বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের বৈষম্যমূলক করব্যবস্থায় অধিকারহীন তৃতীয় সম্প্রদায়ের এতরকম কর মিটিয়ে তাদের হাতে মোট আয়ের ১/৫ অংশ থাকত। অবশিষ্ট আয়ে তাদের পরিবারের ভরণপোষণও ঠিক মত চলত না। তৃতীয় সম্প্রদায়ের ওপর এই অর্থনৈতিক শোষণই ১৭৮৯ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের অন্যতম কারণ হয়ে উঠেছিল। 

Post a Comment

Previous Post Next Post