থার্মিডোরীয় প্রতিক্রিয়া কী

প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব "থার্মিডোরীয় প্রতিক্রিয়া" / "থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি" / "থার্মিডোরীয় প্রতিক্রিয়া কী" / "থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলতে কি বোঝ" / "থার্মিডোরীয় প্রতিক্রিয়া কাকে বলে" -এই প্রশ্নটি। 

থার্মিডোরীয় প্রতিক্রিয়া -

১৭৯৩ খ্রিস্টাব্দের ২ জুন থেকে ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৭ জুলাই পর্যন্ত ফ্রান্সে এক আপৎকালীন জরুরি শাসনব্যবস্থা চালু ছিল। ১৩ মাসের এই শাসনকাল ইতিহাসে সন্ত্রাসের শাসন নামে পরিচিত। সন্ত্রাসের শাসনব্যবস্থার প্রধান পরিচালক ছিলেন রোবসপিয়ার। নিন্মে "থার্মিডোরীয় প্রতিক্রিয়া" সম্পর্কে আলোচনা করা হল -

লাল সন্ত্রাস ঃ সন্ত্রাসের শাসনকালে ১৩ মাস ধরে রোবসপিয়ারের নেতৃত্বে ফ্রান্সের প্রায় ৫০ হাজার নিরীহ মানুষকে গিলোটিনে হত্যা করা হয়েছিল, প্রায় তিন লক্ষ মানুষকে বন্দি করা হয় এবং বহু মানুষ চিরদিনের জন্য নিখোঁজ হয়ে যায়। সন্ত্রাসের শাসনকালে কিছু বিখ্যাত মানুষ বলি হন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মারি আঁতোতানেত, বারনভ, মাদাম রোলাঁ, হিবার্ট, দাঁতোঁ, বেইলি, ব্রিসো প্রমুখ। সন্ত্রাসের শাসনকালের এই হত্যালীলা 'লাল সন্ত্রাস' নামে পরিচিত।

রোবসপিয়ারের মৃত্যু ঃ সন্ত্রাসের ভয়াবহতায় আতঙ্কিত হয়ে জিরন্ডিস্ট, জ্যাকোবিন ও অন্যান্য দলের সদস্যরা ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৭ জুলাই রোবসপিয়ার ও তাঁর অনুগামীদের বন্দি করে। পরের দিন ২৮ জুলাই রোবসপিয়ার-সহ তাঁর ২৪ জন অনুগামীদের গিলোটিনে হত্যা করা হয়। এই ঘটনাকে থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলা হয়। রোবসপিয়ারের মৃত্যুর পর থেকে ১৭৯৫ খ্রিস্টাব্দের অক্টোবর মাস পর্যন্ত ১৪ মাসের ন্যাশনাল কনভেনশনের শাসনকাল 'থার্মিডোরীয় প্রতিক্রিয়া'-র সময়কাল। 

প্রতিক্রিয়া ঃ থার্মিডোরীয় প্রতিক্রিয়ার ফলে -

     (i) জ্যাকোবিন দলের আধিপত্য নষ্ট হয়। পরিবর্তে জিরন্ডিস্ট ও মধ্যপন্থী দলের আধিপত্যের বিস্তার ঘটে। 

     (ii) সব ধরণের গ্রেফতারি পরোয়ানা বাতিল বলে ঘোষিত হয়।

     (iii) জ্যাকোবিন ক্লাব এবং বিপ্লবী সংগঠনগুলি বন্ধ করার কথা ঘোষণা কর হয়।

     (iv) প্যারিস কমিউন ভেঙে দেওয়া হয় এবং  কমিউনের ৯০ জন বিপ্লবীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

     (v) ৮০ হাজার বন্দিকে কারাগার থেকে মুক্ত করে দেওয়া হয়। 

     (vi) ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত হয়।

     (vii) দেশত্যাগীদের স্বদেশে ফেরার অনুমতি দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post