ভলতেয়ার সম্বন্ধে টীকা লেখ

ভলতেয়ার সম্বন্ধে টীকা - 


১৬৯৪ খ্রিস্টাব্দে ২১ নভেম্বর ফ্রান্সের প্যারিস শহরে ফ্রাঁসোয়া-মারি-আরুয়ে জন্মগ্রহণ করেছিলেন। যার ছদ্মনাম ছিল ভলতেয়ার। এই নামেই তিনি বেশি পরিচিত। ভলতেয়ার ছিলেন অষ্টাদশ শতকের ফরাসি আলোকময় যুগের একজন যুক্তিনিষ্ঠ প্রতিভাধর লেখক, দার্শনিকপ্রাবন্ধিক। তিনি নাটক, কাব্য, শ্লেষাত্মক রচনা, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের নানাক্ষেত্রে তিনি স্বচ্ছন্দ বিচরণ করেছেন। একদিকে তিনি ছিলেন কবি, নাট্যকার ও অন্যদিকে ছিলেন ঐতিহাসিক, বৈজ্ঞানিক। তিনি ব্যক্তি স্বাধীনতার সমর্থক ছিলেন এবং ফ্রান্সের পূর্বতন সমাজব্যবস্থার নিপীড়নের স্বীকার হয়েছিলেন। তিনি তৎকালীন সময়ের ফ্রান্সের কঠোর সেন্সর আইন উপেক্ষা করে ফ্রান্সের খ্রিস্টান গির্জা ও সামাজিক আচার-আচরণের ব্যঙ্গ করেছিলেন, যার জন্য তিনি একাধিকবার কারাবরণ করেছিলেন। রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে ভলতেয়ার কোনদিন সুস্থির মতামত প্রচার করেননি। তিনি সমাজের অনাচার ও নিপীড়নকে নিজের লেখার মাধ্যমে বিদ্রুপের কষাঘাতে জর্জরিত করে তুলেছিলেন। ভলতেয়ার কখনো রাজতন্ত্রের বিরোধিতা করেননি তবে তিনি উদারনৈতিক রাজতন্ত্রের বিরুদ্ধে সওয়াল করেছেন। তাঁর মতে গির্জাগুলি মানুষদের অন্ধ সাধনায় মোহবিষ্ট করে রেখেছে এবং তারা সাধারণ মানুষদের কখনও দাসত্বের শৃঙ্খল থেকে বেরোতে দেয়নি। ভলতেয়ার সবকিছুকেই যুক্তি, বিচার ও বুদ্ধি দিয়ে পরীক্ষা করে তবেই গ্রহণ করতেন। চার্চ ও অভিজাতদের বিরুদ্ধে দেওয়া তাঁর ধ্বংসাত্মক আলোচনা ফরাসি বিপ্লবের মানসভূমি রচনা করেছিল। 'কাঁদিদ' ও 'দার্শনিক অভিধান' হল ভলতেয়ারের লেখা দুটি বিখ্যাত গ্রন্থ। ভলতেয়ার তৎকালীন সমাজের বিভিন্ন বিষয়কে ব্যঙ্গ রচনা রুপে প্রকাশ করেছিলেন, যেগুলি সেই সময় বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল। 

আরও পড়ুন ঃ 

Post a Comment

Previous Post Next Post