মেটারনিক / মেটারনিখ -
প্রিন্স ক্লেমেন্স উইনজেল ফন মেটারনিক ছিলেন সমকালীন ইউরোপের একজন উজ্জ্বলতম রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ১৮০৯ খ্রিস্টাব্দ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। মাছ যেমন ঘূর্ণিজলে অবাধে চলাফেরা করে, তেমনই মেটারনিকও ভিয়েনা সম্মেলনের কূটনৈতিক ঘূর্ণিজলে অবাধে বিচরণ করতেন। নিন্মে মেটারনিকের গুণাবলি, চরিত্র ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হল -
গুণাবলি ঃ মেটারনিক ছিলেন উচ্চশিক্ষিত এবং তাঁর চরিত্রের মধ্যে বহুমুখী গুণের সমাবেশ ঘটেছিল। মেটারনিক ছিলেন সুদর্শন, সুবাগ্মী, মার্জিত চরিত্রের এবং তিনি আইন, রাজনীতি, ভাষাতত্ত্ব ইত্যাদি নানা বিষয়ে দক্ষ ছিলেন। তাঁর প্রিয় বিষয়ের মধ্যে ছিল ফরাসি দার্শনিক রুশো, ভলতেয়ারের মতবাদ, শেকসপিয়ারের নাটক, বেঠোফেনের সংগীত, নিউটনের বৈজ্ঞানিক তত্ত্ব ইত্যাদি।
কুৎসিত চরিত্র ঃ নিজের উদ্দেশ্যকে সফল করার জন্য মেটারনিক যেকোন নিচু পন্থাও অবলম্বন করতে পিছপা হতেন না। মেটারনিক প্রসঙ্গে তালিরঁ বলেছেন, মেটারনিক ছিলেন রেশমের মোজায় মোড়া নোংরা। ক্যাসলরি মেটারনিককে রাজনৈতিক ভাঁড় বলে উল্লেখ করেছেন এবং রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার মেটারনিককে মিথ্যাবাদী বলে উল্লেখ করেছেন।
ভিয়েনা সম্মেলনের মধ্যমণি ঃ মেটারনিক ছিলেন সমকালীন যুগের শ্রেষ্ঠ কূটনীতিক। তাঁকে কূটনীতির রাজকুমার বলা হয়ে থাকে। ১৮১৫ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভিয়েনা সম্মেলনে তিনি মধ্যমণি হিসাবে ভূমিকা পালন করেছিলেন।
মেটারনিকের যুগ ঃ মেটারনিক ১৮১৫ খ্রিস্টাব্দ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপের রাজনীতিতে সীমাহীন আধিপত্য স্থাপন করেছিলেন। এককথায় বলতে গেলে মেটারনিকই ছিলেন এই সময়ের ইউরোপের ভাগ্যনিয়ন্তা। এই কারণে ১৮১৫ খ্রিস্টাব্দ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটারনিকের যুগ হিসাবে চিহ্নিত করা হয়।
মূল্যায়ন ঃ ১৭৮৯ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের ফলে ইউরোপে আধুনিক রাজনৈতিক ভাবধারার সূত্রপাত ঘটেছিল। কিন্তু মেটারনিক মনে করতেন জাতীয়তাবাদ, উদারনীতিবাদ ইউরোপে ভয়ানক যুদ্ধের জন্য দায়ী তাই ঐতিহাসিক ডেভিড টমসন বলেছেন, মেটারনিকের এই সময় ছিল প্রতিক্রিয়া ও রক্ষণশীলতার সঙ্গে প্রগতিশীল আদর্শগুলির লড়াইয়ের যুগ।