রুশো সম্বন্ধে টীকা লেখ

রুশো সম্বন্ধে টীকা -

জন্ম ঃ ২৮ জুন ১৭১২

মৃত্যু ঃ ২ রা জুলাই ১৭৭৮

প্রাক্ বিপ্লব যুগের সর্বাপেক্ষা জনপ্রিয় ফরাসি চিন্তানায়ক, দার্শনিক, সমাজবিজ্ঞানী ছিলেন জঁ-জাক রুশো। তাঁর চিন্তায় যে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা তত্ত্ব প্রকাশ পেয়েছে তার মূল ছিল সাম্য। রুশোর লেখা 'সামাজিক চুক্তি' গ্রন্থে বলা হয়েছে, আদিতে মানুষ সমানাধিকারের ভিত্তিতে সহজ ও সুন্দরতর জীবনযাপন করত কারণ আদিম সমাজে বর্তমান যুগের মত শোষণ, বঞ্চনা প্রভৃতির অস্তিত্ব ছিল না। সময়ের সাথে সাথে মানব সভ্যতা যত এগিয়েছে রাষ্ট্র ও সমাজের মধ্যে কৃত্রিম বৈষম্য ততই বৃদ্ধি পেয়েছে। ‘সামাজিক চুক্তি’ নামক গ্রন্থে রুশো আরও বলেছেন, কোন রাষ্ট্রের সকল শক্তির উৎস হল সেই দেশের জনগণ। দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রের জনগণ চুক্তির মাধ্যমে দেশের শাসকের সৃষ্টি করেছে। তাই বলা যায়, জনগণই হল দেশের সার্বভৌম ক্ষমতার মালিক। জনগণের ইচ্ছানুসারে শাসক যদি দেশ শাসন না করে, তাহলে সেই শাসকের বিরুদ্ধে জনসাধারণের বিদ্রোহ করার অধিকার রয়েছে।

রুশোর অপর একটি গ্রন্থ - ‘অসাম্যের মূলসূত্র’-এ তিনি বলেছেন, সকল মানুষই সমানাধিকার নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু লোভী ও স্বার্থপর সমাজ তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করে রাখে। নিপীড়িত ফরাসি জনগণের মনে রুশোর এই মহান বাণী বিপ্লবী উন্মাদনার জন্ম দিয়েছিল। ফরাসি বিপ্লবকে রুশো যেমন তাঁর রাজনৈতিক চিন্তাধারার মাধ্যমে প্রভাবিত করেছিলেন, তেমনই পরবর্তীকালে জাতীয়তাবাদের বিকাশে জঁ-জাক রুশো অনবদ্য ভূমিকা পালন করেছেন। সবদিক বিচার করে জঁ-জাক রুশোকে ফরাসি বিপ্লবের ঝড়ের সামুদ্রিক পাখি বলা যেতে পারে।

Post a Comment

Previous Post Next Post