ফ্রান্সের বাইরে জুলাই বিপ্লবের প্রভাব -
১৮৩০ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের বুরবোঁ রাজবংশের সম্রাট দশম চার্লসের পতন ঘটে। এরপর ফ্রান্সের নতুন রাজা হন অর্লিয়েন্সঁ বংশের রাজা লুই ফিলিপ। জুলাই বিপ্লবে যেমন ফ্রান্সের অবস্থার পরিবর্তন ঘটিয়েছিল তেমনই ফ্রান্সের বাইরেও বিভিন্ন দেশে এই বিপ্লবের ব্যাপক প্রভাব পড়েছিল। যেমন -
বেলজিয়াম ঃ ফ্রান্সের জুলাই বিপ্লবের সুযোগ নিয়ে হল্যান্ডের অধীনতা ছিন্ন করে বেলজিয়াম স্বাধীন হয়ে যায়। স্বাধীন বেলজিয়ামের প্রথম রাজা হয়েছিলেন প্রথম লিওপোল্ড।
ইতালি ঃ জুলাই বিপ্লব চলাকালীন ইতালির রোম, পার্মা, মডেনা ইত্যাদি অঞ্চলে ব্যাপক গণআন্দোলন ছড়িয়ে পড়ে। অবশ্য ইতালির এই আন্দোলন মেটারনিখের দমননীতির ফলে থেমে যায়।
জার্মানি ঃ জুলাই বিপ্লবের ফলে জার্মানির স্যাক্সনি, হ্যানোভার, ব্যাভেরিয়া, হেস ব্যাডেন ইত্যাদি অঞ্চলে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়েছিল। বিদ্রোহীরা উদারনৈতিক সংবিধান প্রয়োগ করতে শাসকদের বাধ্য করে।
ইংল্যান্ড ঃ ১৮৩০ খ্রিস্টাব্দের ফ্রান্সের জুলাই বিপ্লবের ফলে ইংল্যান্ডে 'চার্টিস্ট আন্দোলন' শুরু হয়েছিল।
পোল্যান্ড ঃ রাশিয়ার অধীনস্থ পোল্যান্ডে স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু হয়। রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার তীব্র দমননীতির মাধ্যমে এই আন্দোলন দমন করেছিলেন।
স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড ঃ জুলাই বিপ্লবের ফলে এইসব দেশে উদারনৈতিক সংবিধান চালু হয়েছিল।
মূল্যায়ন ঃ সবশেষে বলা যায় যে, ১৮৩০ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের ঢেউ শুধুমাত্র ফ্রান্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ইউরোপের অন্যান্য দেশেও তার প্রভাব বিস্তার করেছিল। এই কারণে কুইনেট, মিশলে প্রমুখ ফ্রান্সকে 'বিপ্লবের অগ্রদূত' বলে আখ্যায়িত করেছেন।