ভিয়েনা সম্মেলনে মেটারনিকের বিশেষ ভূমিকা ও উদ্যোগ গ্রহণ -
১৮১৫ খ্রিস্টাব্দে নেপোলিয়নের পতনের পর ইউরোপের বিজয়ী শক্তিবর্গ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল। এই সম্মেলন ভিয়েনা সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলনের মধ্যমণি ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিক। এই সম্মেলনে তিনি বিশেষ ভূমিকা ও উদ্যোগ গ্রহণ করেছিলেন। কারণ -
পুরাতনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ঃ মেটারনিক এই সম্মেলনের মাধ্যমে ইউরোপে পূর্বেকার মত পুরাতনতন্ত্র ফিরিয়ে আনতে চেয়েছিলেন।
বিপ্লবী ভাবধারা ধ্বংস ঃ পুরাতনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করে ফরাসি বিপ্লব প্রসূত উদারনৈতিক ভাবধারাগুলিকে প্রতিরোধ করার জন্য মেটারনিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন।
ফ্রান্সকে প্রতিরোধ ঃ নেপোলিয়নের আমলে গোটা ইউরোপ জুড়ে ফ্রান্সের যে আধিপত্য বিস্তার ঘটেছিল তা ধ্বংস করে ফ্রান্সের অগ্রগতি রোধ করে ফ্রান্সকে প্রতিরোধ করা।
বিজয়ী শক্তিবর্গের সাম্রাজ্যের সম্প্রসারণ ঃ নেপোলিয়নকে পরাজিত করতে বিজয়ী শক্তিবর্গের যে ক্ষতি হয়েছিল তা পূরণের জন্য ইউরোপের বিভিন্ন অংশ নিজেদের মধ্যে ভাগ করে বিজয়ী শক্তিবর্গের সাম্রাজ্যের বিস্তার ঘটাতে মেটারনিক এই সম্মেলনের মধ্যমণি হিসাবে কাজ করেছিলেন।
অস্ট্রিয়ার সুরক্ষা নিশ্চিত করা ঃ সমগ্র ইউরোপে পুরাতনতন্ত্র স্থাপন করে এবং ইউরোপে বিপ্লবী ভাবধারা ধ্বংস করে মেটারনিক অস্ট্রিয়ায় নিজের আধিপত্য বজায় রাখতে চেয়েছিলেন। কারণ তিনি মনে করেছিলেন অস্ট্রিয়ায় বিপ্লবী ভাবধারা প্রবেশ করলে তা অস্ট্রিয়ার সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে।
মূল্যায়ন ঃ মেটারনিক মনে করতেন শুধুমাত্র অস্ট্রিয়ায় পুরাতনতন্ত্র ফিরিয়ে আনলেই অস্ট্রিয়া রক্ষা পাবে না। অস্ট্রিয়াকে রক্ষা করার জন্য চাই গোটা ইউরোপে পুরাতনতন্ত্র প্রতিষ্ঠা।